আরও পড়ুন: নারী দিবসের আগে একজোট হয়ে পোস্টারে কী বার্তা তুলে ধরলেন মহিলারা
এই বছর পাঁচ মাস ধরে তাঁরা আবির তৈরির কাজ করছেন। কেউ এসেছেন উত্তর দিনাজপুর থেকে, কেউ আবার কোচবিহার থেকে। গত ১২ বছর ধরে এই গৃহবধূরা আবির তৈরির কাজ করে আসছেন। বছরের ৩ মাস তাঁরা এই কাজ করেই সংসার চালান।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কোভিড পরবর্তী সময়ে এ বছর আবিরের চাহিদা আগের বছরগুলির তুলনায় অনেকটাই বেশি। পাঁচ মাস ধরে তারা এই আবির তৈরির কাজ করছেন। শাস্ত্রীনগরের এই কারখানায় সম্পূর্ণ ভেষজ উপকরণ দিয়ে কোন মেশিন ছাড়াই হাত দিয়েই এই আবির তৈরি করা হয়। ইতিমধ্যেই বস্তা বস্তা আবির পশ্চিমবঙ্গ তো বটেই, আশেপাশের রাজ্যগুলিতেও যাচ্ছে বলে মালিক কর্তৃপক্ষ জানান। আবির কারখানার ম্যানেজার মনেশ্বর বর্মন বলেন, আমার নিজের বাড়ি কোচবিহারে। আমি গত পাঁচ মাস ধরে এই ফ্যাক্টরিতে কাজ করছি। আমরা মোট ৩৫ জন এই আবির তৈরির কাজ করছি। সারা বছর অন্য কাজ করলেও বছরের এই সময়টাতে সবাই ছুটে চলে আসি এখানে।
অনির্বাণ রায়