Bengali News: নারী দিবসের আগে একজোট হয়ে পোস্টারে কী বার্তা তুলে ধরলেন মহিলারা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
মাজু এলাকায় যুবসমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষবৃক্ষের মত ছড়িয়ে পড়ছে মাদকাসক্তি ও গাঁজার নেশা। তাই এলাকার মহিলাদের এই উদ্যোগ
হাওড়া: এবার মাদক বিরোধিতায় পথে নামলেন এলাকার মহিলারা। সুস্থ সমাজ সমাজ গড়ার লক্ষ্যে একদল মহিলা মাদক বিরোধী সচেতনতা মূলক পোস্টারিং করেন। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার আগে নাগরিক সচেতনতায় মাজু গ্রামে ঝাঁসির রানি প্রমীলা বাহিনীর পক্ষ থেকে গহলাপুকুর শ্মশান থেকে মাজু বাজার পর্যন্ত এলাকাজুড়ে মাদক দ্রব্য বিরোধী বার্তা দিয়ে পোস্টারিং করা হয়।
মাজু এলাকায় যুবসমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষবৃক্ষের মত ছড়িয়ে পড়ছে মাদকাসক্তি ও গাঁজার নেশা। তাই এলাকার মহিলাদের এই উদ্যোগ। এলাকার পরিত্যক্ত বিল্ডিং, খেলার মাঠে, বিভিন্ন স্থানে গাঁজার ঠেক গজিয়ে উঠেছে। মাজু বাজার এলাকায় ইতিমধ্যে তৈরি হয়েছে ছয়-সাতটি বেআইনি মদের ঠেক। এবং সেগুলি রমরমিয়ে চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকায় গজিয়ে উঠেছে বেআইনি নেশা বিক্রয় কেন্দ্র। গাঁজার নেশায় আসক্ত হয়ে বহু পরিবার শেষ হয়ে গিয়েছে। এর ফলে বেড়েছে নারী নির্যাতন। এই অবস্থা থেকে মাজুতে সুস্থ, সুন্দর নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য গত ২৩ জানুয়ারি তৈরি হয়েছে ঝাঁসির রানি প্রমীলা বাহিনী নামক নারী সংগঠন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই সংগঠনের সদস্য সংখ্যা ৪০ জন। তাঁরা স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করার পাশাপাশি সমাজ ঠিক রাখতেও উদ্যোগী হয়েছেন। এলাকার যুব সমাজকে নেশা মুক্ত করতে তাই এবার পথে নামল মাজুর মহিলারা।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 8:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: নারী দিবসের আগে একজোট হয়ে পোস্টারে কী বার্তা তুলে ধরলেন মহিলারা