Bengali News: রোদ উঠলে তবে রোজগার! আজব পেশায় পেটের ভাত নিয়ে রোজ টানাটানি

Last Updated:

সূর্যই যাদের মুখে দুটো অন্ন তুলে দেয় দুবেলা, আবহাওয়ার খামখেয়ালিপনায় তাঁদের মাথায় হাত

+
শাড়িতে

শাড়িতে মাড় লাগিয়ে শুকানো হচ্ছে রোদে

নদিয়া: ঝলমলে আকাশ এবং সূর্যের প্রখরতা না থাকলে ওঁদের কাজ বন্ধ হয়ে যায়। প্রকৃতি নির্ভর এই পেশার মানুষজন নাওয়া খাওয়া ভুলে কাজে ব্যস্ত থাকেন। এঁরখ বেশিরভাগ‌ই অতীতে ছিলেন তাঁত শিল্পী। হস্তচালিত তাঁতের হাল ক্রমশ খারাপ হয়ে পড়ায় পেশা বদলে এখন শাড়িতে মাড় দেওয়ার কাজ ধরেছেন। সেই আয় দিয়েই কোনরকমে চলছে সংসার।
সূর্যই যাদের মুখে দুটো অন্ন তুলে দেয় দুবেলা, আবহাওয়ার খামখেয়ালিপনায় তাঁদের মাথায় হাত। বেশ কিছুদিন থেকেই থেকে রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি শুরু রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও আশপাশের জেলায় কখনও কখনও দেখা যাচ্ছে আকাশের মুখভার। তবে এই আবহাওয়ার কথা মাথায় রেখেই নদিয়ার শান্তিপুর এলাকার বিভিন্ন তাঁত শাড়ি মাড় করে জীবিকা অর্জন করা বিপুল সংখ্যক পরিবার রোদ থাকলেই ব্যস্ত থাকেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে প্রথম প্রথম এই পেশায় লোক সংখ্যা কম থাকার কারণে মজুরি ছিল বেশি। এক একটি শাড়িতে ২৫ এমনকি ৩৫ টাকা পর্যন্ত পেতেন। কিন্তু বর্তমানে মাড়ের প্রধান উপকরণ সাবুর যেমন দাম বেড়েছে, তেমনই কমেছে মজুরি। বর্তমানে ২০ টাকা প্রতি কাপড় হিসেবে মজুরি মেলে। সারাদিন ধরে পরিবারের দু-তিনজন সদস্য অক্লান্ত পরিশ্রম করে বড়জোর ৩০ টি কাপড় মাড় দিতে পারেন। তবে আনুষাঙ্গিক খরচ হয়ে যায় প্রায় ১০ টাকা অর্থাৎ দু তিনজন মিলে প্রতিদিন উপার্জন করেন মাত্র ৩০০ টাকা। তার মধ্যে প্রকৃতির খামখেয়ালিপনা তো আছেই! বর্ষায় এঁদের রোজগারার কার্যত বন্ধ থাকে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: রোদ উঠলে তবে রোজগার! আজব পেশায় পেটের ভাত নিয়ে রোজ টানাটানি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement