Bengali News: আলুর বন্ড প্রকৃত কৃষক কীভাবে পাবেন? জানুন এখানে

Last Updated:

মালদহ জেলার সমস্ত আলু চাষিদের বন্ড তোলার সুবিধা করে দিতে হিমঘর মালিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছে জেলা প্রশাসন

+
মাঠে

মাঠে আলু তোলার কাজ চলছে

মালদহ: শীঘ্রই আলুর বন্ড তুলুন। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে হিমঘরে আলু মজুতের কাজ। আলুর বন্ড আগে থেকে না তুললে কোনমতেই হিমঘরে আলু রাখতে পারবেন না কৃষকরা। ফলে অগ্রিম আলুর বন্ড না তুললে সমস্যায় পড়বেন আলু চাষিরা।
মালদহ জেলার সমস্ত আলু চাষিদের বন্ড তোলার সুবিধা করে দিতে হিমঘর মালিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছে জেলা প্রশাসন। তাঁদের লক্ষ্য প্রকৃত আলু চাষিরাই যাতে আলুর বন্ড পায় সেই ব্যবস্থা করে দেওয়া। সিদ্ধান্ত হয়েছে বন্ড নেওয়ার সময় কৃষকদের একাধিক তথ্য যাচাই করা হবে। কিষান ক্রেডিট কার্ড সহ আধার কার্ড, চাষের জমির নথি সমস্ত কিছুই দেখবেন প্রশাসনের কর্তা। তারপরই কৃষকরা বন্ড নিতে পারবেন হিমঘর থেকে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
হিমঘর মালিকদের সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, আলুর বন্ড বিলি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারি নির্দেশ নিয়ম মেনে আলুর বন্ড বিলি করা হবে কৃষকদের মধ্যে। আলু চাষিরা যেন সঠিক বন্ড পায় সেই বিষয়টাও দেখা সকলের কর্তব্য। ঘটনা হল গত কয়েক বছরে বারবার অভিযোগ উঠেছে প্রকৃত কৃষকেরা আলুর বন্ড পাচ্ছেন না। তাই এই বছর অগ্রিম পদক্ষেপ করেছে মালদহ জেলা প্রশাসন। জেলায় মোট ১৫ টি হিমঘর আছে। এই হিমঘরগুলির ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন আলু মজুত রাখার ক্ষমতা রয়েছে। সেই হিসেব মতই হিমঘরগুলি থেকে ইতিমধ্যে বন্ড দেওয়া হচ্ছে কৃষকদের। ৮০ শতাংশ বন্ড দেওয়া হয়ে গিয়েছে। ২০ শতাংশ বন্ড রিজার্ভেশন রয়েছে হিমঘর মালিকদের কাছে। এই ২০ শতাংশ বন্ড হিমঘর মালিকেরা নিজেদের ইচ্ছেমতো দিতে পারবেন। মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, আলু চাষিরা হিমঘরে আলু মজুত রাখবেন। তার আগে বন্ড বিলি নিয়ে সর্বদলীয় বৈঠক করা হয়েছে। সমস্ত কৃষকেরা যেন সুযোগ পান সেই ব্যবস্থায় করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এই বছর মালদহ জেলায় ১৩ লক্ষ ৬ হাজার কৃষকদের মধ্যে আলুর বন্ড বিতরণ করা হবে। মালদহ জেলায় চলতি মরশুমে ১০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় আলুর ফলন ভাল হয়েছে। বর্তমানে বাজারে কৃষকেরা আলুর দাম ভাল পাচ্ছেন। তবে অধিকাংশ কৃষক আলু হিমঘরের মজুত রাখেন পরবর্তীতে বিক্রির জন্য। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে মালদহ জেলার সমস্ত হিমঘরে আলু মজুত রাখার প্রক্রিয়া।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: আলুর বন্ড প্রকৃত কৃষক কীভাবে পাবেন? জানুন এখানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement