আরও পড়ুন: জলের পাইপ দিয়ে হু হু করে বেরোচ্ছে গ্যাস, দাউদাউ করে জ্বলছে আগুন!
বিভিন্ন ধাঁচের এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের মোমবাতি পাওয়া যায় বিভিন্ন দোকানে। শহরাঞ্চলে এই ডিজাইনার মোমবাতি অধিক মাত্রায় দেখতে পাওয়া গেলেও গ্রাম্য এলাকায় এই মোমবাতি দেখা যায় না বললেই চলে। স্বল্পমূল্যে যাতে এই ডিজাইনার মোমবাতিগুলি পাওয়া যায় তারজন্য রাজ্য সরকারের তরফে প্রত্যন্ত হান্টাপাড়ার মহিলাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। হাতেকলমে শেখানো হচ্ছে ডিজাইনার মোমবাতি তৈরির কাজ।
advertisement
প্রশিক্ষক শুভেন্দু দাস জানান, শুধু মোমবাতি নয়, ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মহিলারা যাতে এইগুলো করে স্বনির্ভর হয়ে উঠতে পারেন তারজন্য এই উদ্যোগ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে শুধু যে ঘর সাজানোর কাজে এই মোমবাতি ব্যবহৃত হয় তা নয়, এর কদর আছে গির্জায়। ফলে এই মোমবাতির চাহিদা বাড়ছে দিন প্রতিদিন।হান্টাপাড়ার এক গির্জার পক্ষ থেকে মহিলাদের ইতিমধ্যে দেওয়া হয়েছে ডিজাইনার মোমবাতির বরাত। শহরে একটি ডিজাইনার মোমবাতির দাম শুরু হয় ২০০ টাকা থেকে। এই মোমবাতির দাম কমিয়ে যাতে ১০০ টাকা করা যায় সেই ভাবনা রয়েছে মহিলাদের।
অনন্যা দে