Bengali Video: জলের পাইপ দিয়ে হু হু করে বেরোচ্ছে গ্যাস, দাউদাউ করে জ্বলছে আগুন!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
পানীয় জলের পাম্পের মুখ দিয়ে হু হু করে গ্যাস বেরতে থাকায় এবং সেই গ্যাসে আগুন জ্বলায় সেখানে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে বলে অনুমান করা হচ্ছে
পূর্ব মেদিনীপুর: নির্ণীয়মান পানীয় জল প্রকল্পের পাম্পের পাইপ দিয়ে হু হু করে বেরোচ্ছে গ্যাস। আর সেই গ্যাস থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন! এমনই দৃশ্য দেখা গেল ভগবানপুরে। বিষয়টি নিয়ে একই সঙ্গে কৌতুহল ও আতঙ্ক ছড়িয়েছে।
পানীয় জলের পাম্পের মুখ দিয়ে হু হু করে গ্যাস বেরতে থাকায় এবং সেই গ্যাসসে আগুন জ্বলায় সেখানে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে ওএনজিসি। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের আওতায় ওই পানীয় জল প্রকল্প গড়ে উঠছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। ভগবানপুর-১ ব্লকে চলছে জলজীবন মিশন প্রকল্পের কাজ। এখানেই প্রকল্পের পাইপ দিয়ে বেরোচ্ছে গ্যাস, দাউ দাউ করে জ্বলছে আগুন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ ব্লকের বলরামচক গ্রামে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে জল জীবন মিশন প্রকল্পে কাজ শুরু হয়েছে। চলছে পানীয় জল তোলার জন্য পাম্প বসানোর কাজ। এই কাজ করার সময় দেখা যায় নির্মীয়মান পানীয় জল প্রকল্পে পাম্পের পাইপ থেকে হু হু করে বেরোচ্ছে গ্যাস। দাউ দাউ করে জ্বলছে আগুন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বহু মানুষ তা দেখতে ভিড় জমায়। নির্মীয়মান পানীয় জল প্রকল্পে পাম্পের পাইপ থেকে গ্যাস বেরোনোর কারণে বন্ধ হয়েছে জল জীবন মিশনের কাজ। ভগবানপুর-১ ব্লকের বিডিও জানিয়েছেন, ওএনজিসি-কে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে নিতাই চরন পাত্র বিষয়টি দেখে জানান, ওখানে প্রাকৃতিক গ্যাস আছে। বিশেষত মিথেন, বিউটেন জাতীয় গ্যাস নির্গমণের ঘটনা বলে মনে করছেন তিনি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ইতিমধ্যে পাইপের মুখ বন্ধ করা হয়েছে। এলাকার হরিপুরে কয়েক বছর পূর্বে প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভবনা খতিয়ে দেখেছে ওএনজিসি। আবারও তাদের ডাক পরল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আছে কিনা তা খতিয়ে দেখতে।
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 6:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Video: জলের পাইপ দিয়ে হু হু করে বেরোচ্ছে গ্যাস, দাউদাউ করে জ্বলছে আগুন!