আরও পড়ুন: গ্রামে গিয়ে পুলিশ কর্তা দেখলেন ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি! তারপর…
দীপ্তার্ক বালুরঘাট শহরের একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র। বুধবারই তার স্কুলের পরীক্ষা শেষ হয়েছে। সেই আনন্দে বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল কিনতে গিয়েছিল। ফেরার পথে তারা সবাই আত্রেয়ী নদীতে স্নান করতে নামে।
advertisement
মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীপ্তার্ক’রা মোট ৬ জন ছিল। এর মধ্যে তিনজন স্নান করতে নদীতে নামে। হঠাৎই তলিয়ে যায় দীপ্তার্ক। তার বন্ধুদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ওই কিশোরকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাঁরাই তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানার জন্য তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। কিশোরের এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত এলাকার সকলে।
সুস্মিতা গোস্বামী