আরও পড়ুন: হারানো ঠাকুরদালান, গ্রামের সরস্বতী পুজোয় থিমের চমক
বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এদিন স্থানীয়রা খাঁচাবন্দি চিতাবাঘটি দেখতে পেয়ে বন দফতরে খবর দেয়। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনার কথা জানাজানি হতে এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দলগাঁও চা বাগানে বন দফতরের তরফে তিনটি খাঁচা বসানো হয়েছিল। এছাড়াও ট্র্যাপ ক্যামেরা বসানো রয়েছে। বাগানে চিতাবাঘের হানা ভয়াবহ আকার ধারণ করার পর বন দফতরের তরফে এই পদক্ষেপ করা হয়। ইতিমধ্যেই দুটি খাঁচায় চিতাবাঘ ধরা পড়েছে। এই বাগানটিকে চিতাবাঘ মুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বনকর্মীরা। এছাড়াও বাগানের বাসিন্দাদের সজাগ থাকতে বলা হয়েছে। বিকেলর পর বাড়ির থেকে বাইরে বের হতে বারণ করা হয়েছে এই চা বাগানের বাসিন্দাদের।
অনন্যা দে