Saraswati Puja 2024: হারানো ঠাকুরদালান, গ্রামের সরস্বতী পুজোয় থিমের চমক

Last Updated:

হুগলি জেলার এই সরস্বতী পুজোয় এবার থিম হিসেবে তুলে ধরা হয়েছে পুরাতন ঠাকুরদালান

+
থিমের

থিমের পুজো 

হুগলি: এত দিন দুর্গাপুজো, কালীপুজোয় থিমের বাহার ছিল। এ বার সেই পথে হাঁটল সরস্বতী পুজো’ও। এতদিন বাগদেবীর মণ্ডপ সেজে উঠত থার্মোকল, দরমার বেড়া, শোলার ফুলে। কিন্তু এ বার পাড়ার ক্লাব হোক কিংবা স্কুলের পুজো, বহু জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে নজরে আসছে থিমের আমেজ। এমনি চিত্র দেখা গেল হুগলির গোঘাটের বীণাপাণি স্পোর্টিং ক্লাবে।
হুগলি জেলার এই সরস্বতী পুজোয় এবার থিম হিসেবে তুলে ধরা হয়েছে পুরাতন ঠাকুরদালান। ১৩ বছর ধরে সরস্বতী পুজো করে আসছেন ক্লাবের সদস্যরা। তবে প্রতিমা রয়েছে সাবেক রূপেই। মণ্ডপ ভাবনাতে তাঁরা পরিবর্তন এনেছেন। এই থিমের সরস্বতী মণ্ডপ দেখার জন্য ভিড় করছেন বহু মানুষ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রত্যন্ত গ্রামের সরস্বতী পুজোতেও এবার থিমের চমক দেখা যাচ্ছে। সকাল-সকাল অঞ্জলি দিয়ে মণ্ডপমুখো হয়েছে কিশোর-কিশোরী কিংবা সদ্য তরুণ-তরুণীরা। শিরশিরে হাওয়া আর মিঠে রোদ গায়ে মেখে যৌবনের উত্তাপের ছোঁয়াও নিয়েছে কেউ কেউ। এদিকে সরস্বতী পুজোয় এমন থিম বেছে নেওয়ার কারণ জানতে গিয়ে উদ্যোক্তারা বলেন, এই পুরাতন বাড়িগুলো হারাতে বসেছে। তাই সেই সমস্ত পুরাতন জিনিসগুলো ফিরিয়ে আনতে, সেগুলো কেমন ছিল তা আজকের প্রজন্মের সামনে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: হারানো ঠাকুরদালান, গ্রামের সরস্বতী পুজোয় থিমের চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement