Saraswati Puja 2024: এই সরস্বতী বাজেটে টেক্কা দিচ্ছে মা দুর্গা'কে!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
গোটা কালনা শহরজুড়ে বিভিন্ন ক্লাবে থিমের সরস্বতী পুজোর রমরমা। অভিনব, চোখ ধাঁধানো বিষয় ভাবনা নিয়ে হাজির সবাই
পূর্ব বর্ধমান: সরস্বতী পুজোর থিমে উঠে এল অন্যরকম বিষয়। এই বিষয়ভাবনা হয়ত ভাবিয়ে তুলবে আপনাকেও। জনপ্রিয় বাংলা গান ‘তুমি দেখছ তাকে, ভাবছ যাকে সে আসল মানুষ নয়’ -এর কথায় সেজে উঠেছে মণ্ডপ। দৈনন্দিন জীবনের নানান ওঠা পড়ায় মানুষের জীবন থেকে মুছে যেতে বসেছে প্রাণখোলা হাসি, আনন্দ। আর ধীরে ধীরে সেই জায়গা দখল করছে মিথ্যে হাসি, তেমনটাই বক্তব্য এই ক্লাবের সদস্যদের।
পূর্ব বর্ধমান তথা কালনার সরস্বতী পুজো রাজ্যের মধ্যে অত্যন্ত নামকরা। গোটা কালনা শহরজুড়ে বিভিন্ন ক্লাবে থিমের সরস্বতী পুজোর রমরমা। অভিনব, চোখ ধাঁধানো বিষয় ভাবনা নিয়ে হাজির সবাই। কালনার গৌরাঙ্গ সমিতির এবারের থিমের নাম ‘নকল হাসির বিজ্ঞাপনে ঢেকে গেছে মুখ’। অর্থাৎ, বর্তমান সময়ে মানুষের মুখ আর মুখোশের যে ফারাক, সেই ফারাকই ফুটে উঠেছে এই পুজো মণ্ডপ জুড়ে। নিজেদের এই থিম প্রসঙ্গে কালনা গৌরাঙ্গ সমিতির কোষাধ্যক্ষ বলেন, আমরা প্রত্যেকদিন বিভিন্ন ধরনের নকল হাসি দেখতে পাই। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব নানান সময় আমাদের সামনে একটা নকল হাসি দেখায়। বিজ্ঞাপনেও তাদের যে হাসিটা দেখা যায় সেটা নকল। এই সমস্ত ভাবনা মাথায় রেখেই এমন থিম বেছে নেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে এই পুজো মণ্ডপ। দীর্ঘ দেড় মাসের পরিশ্রমে শিল্পীরা এই পুজো মণ্ডপটি প্রস্তুত করছেন। কিন্তু গৌরাঙ্গ সমিতির এই বিষয় ভাবনা কতটা ভাল লেগেছে সাধারণ মানুষের? এই বিষয়ে ঠিক কী প্রতিক্রিয়া আগত দর্শনার্থীদের? এই প্রসঙ্গে এক দর্শনার্থী বলেন, এমন অভিনব ভাবনার থিম দেখে তিনি বিস্মিত। কালনা শহরের এই মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2024 3:40 PM IST