Saraswati Puja 2024: পরীক্ষার ধাক্কায় কোণঠাসা বাগদেবী! তাও অন্য ছবি আসানসোলে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
আশপাশের এলাকার পড়ুয়া, কচিকাঁচা, যুবক-যুবতীদের সরস্বতী পুজোর ডেস্টিনেশন হয়ে উঠেছে এই জায়গাটি। চলতি বছরে তাঁদের পুজোর বাজেট ৬ লক্ষ টাকারও বেশি
পশ্চিম বর্ধমান: একদিন পরেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলে এবারের সরস্বতী পুজো আগে থেকেই কিছুটা জৌলুস হারিয়েছে। তাও হাতেগোনা কিছু ক্লাব পুজোর আয়োজনে খামতি রাখেনি। তার মধ্যে অন্যতম আসানসোলের বুধা মাঠের সরস্বতী পুজো। এই পুজো চলতি বছর ২৭ তম বর্ষে পা রেখেছে। এই বছরে তাদের থিম ‘রং-তুলির খেলা’। রং মিলান্তির কারখানায় যেন আবাহন হয়েছে বিদ্যাদেবীর।
আরও পড়ুন: ‘লিখব আমিও’, এক অভিনব আয়োজন
গত কয়েক বছর ধরেই আসানসোলের এই ক্লাবের পুজো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে আশপাশের এলাকার পড়ুয়া, কচিকাঁচা, যুবক-যুবতীদের সরস্বতী পুজোর ডেস্টিনেশন হয়ে উঠেছে এই জায়গাটি। চলতি বছরে তাঁদের পুজোর বাজেট ৬ লক্ষ টাকারও বেশি। এই মণ্ডপের প্রতিমা তৈরি হয়েছে সাবেকিয়ানা ধাঁচে। প্রতিমা তৈরি করেছেন মহিশিলার শিল্পী। অন্যদিকে দীপ চ্যাটার্জি সাজিয়ে তুলেছেন এই মণ্ডপটি।
advertisement
advertisement
পুজোর আয়োজনে কোনওরকম খামতি রাখতে চাননি উদ্যোক্তারা। তবুও কিছুটা চিন্তার মধ্যেই রয়েছেন আয়োজকরা। বিশেষ করে আবহাওয়ার খামখেয়ালিপনা, মুখ ভার করে থাকা আকাশ চিন্তায় রেখেছে উদ্যোক্তাদের। তাছাড়াও উদ্যোক্তারা মনে করছেন যেহেতু সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে, ফলে চলতি বছরে পড়ুয়াদের আনাগোনা কিছুটা হলেও কম হবে। তবে সবাইকে অংশগ্রহণ করা এবং আনন্দ করার জন্য আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে নানারকম থিম এই ক্লাবের উদ্যোক্তারা উপহার দিয়ে আসছেন শহরবাসীকে। দুর্গাপুজো, কালীপুজোয় থিমের আধিক্য দেখা গেলেও, সরস্বতী পুজোয় বড় আকারের থিম বিশেষ দেখা যায় না। জেলায় যে কয়েকটি ক্লাবের উদ্যোগে থিমের মণ্ডপ সরস্বতী পুজোয় তৈরি করা হয়, তার মধ্যে আসানসোলের এই ক্লাব অন্যতম। আর এ বছর তাঁরা রঙে রঙে মিলিয়ে দিয়েছেন মণ্ডপ। আর সেখানেই আরাধনা শুরু হয়েছে বিদ্যদেবীর। পাশাপাশি মণ্ডপ চত্বরেই আট দিনের একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2024 3:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: পরীক্ষার ধাক্কায় কোণঠাসা বাগদেবী! তাও অন্য ছবি আসানসোলে