Bengali News: 'লিখব আমিও', এক অভিনব আয়োজন
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বালুরঘাট বইমেলায় তাৎক্ষণিক লেখার প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছিল। যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পড়ুয়া অংশ নিয়েছিলেন
দক্ষিণ দিনাজপুর: পড়ুয়াদের মধ্যে লিখন দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত হল ‘লিখব আমিও’ নামাঙ্কিত কর্মশালা। জেলা প্রশাসন ও জেলা গ্রন্থাগারের উদ্যোগে বালুরঘাটে এই কর্মশালা আয়োজিত হল। জেলার ১০ টি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০০ জন পড়ুয়া কর্মশালায় অংশগ্রহণ করে।
চলতি বছর বালুরঘাট বইমেলায় তাৎক্ষণিক লেখার প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছিল। যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পড়ুয়া অংশ নিয়েছিলেন। সেই কর্মসূচি সফল হওয়ার পরই লেখক তৈরির কর্মশালার পরিকল্পনা করে জেলা প্রশাসন। মূলত দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণার উদ্যোগে এদিনের কর্মশালা আয়োজিত হয়।
advertisement
advertisement
এখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্বিভাষিক সাহিত্যিক ও উত্তরবঙ্গের প্রথম ইংরেজি ঔপন্যাসিক সানি মিশ্র। এছাড়াও, এই দিনের অনুষ্ঠানে জেলা গ্রন্থাগার আধিকারিক তনুময় সরকার, স্থানীয় গ্রন্থাগার কমিটির আহ্বায়ক বিপ্লব খাঁ সহ বিভিন্ন কলেজের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
আরও খবর পড়তে ফলো করুন
জেলা গ্রন্থাগারিক তনুময় সরকার বলেন, জেলাশাসকের উৎসাহে এই কর্মশালা আয়োজন করা সম্ভব হয়েছে। আমরা চাইছি জেলা থেকে নতুন লেখক তৈরি হোক। যারা আগামী দিনে লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি, পত্রিকা ‘রংদার রোববার’ বিভাগে প্রকাশিত গল্প, কবিতা, উপন্যাস প্রভৃতি লেখা পড়ার আহ্বান জানান তাঁরা। এদিনের কর্মশালার মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা উপকৃত হয়েছেন বলে জানান। অংশগ্রহণকারী পড়ুয়াদের উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে প্রশাসনের তরফে শংসাপত্র প্রদান করা হয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 14, 2024 3:18 PM IST








