আরও পড়ুন: ডিজাইনার মোমবাতি দিয়ে ঘর সাজাতে চান? এখানে এলে অর্ধেক দামে পাবেন
এছাড়াও সাধারণ মানুষ বাংলাদেশের গামছা কেনার জন্য ভিড় করেন এই মেলায়। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স ও বাংলাদেশের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে মৈত্রী মেলা। মূলত বাংলাদেশ ও মালদহের মহিলা ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সামগ্রী নিয়ে এই মেলায় পসরা সাজিয়েছেন। মেলায় দেশীয় সামগ্রীর চাহিদা তো আছেই, তবে বাংলাদেশের বিভিন্ন জিনিস হাতের কাছে পেয়ে মানুষ কার্যত ঝাঁপিয়ে পড়ে কেনার জন্য। ভারতীয় ক্রেতাদের মধ্যে চাহিদা দেখে খুশি বাংলাদেশের বিক্রেতারাও। প্রতিবেশী দেশটি থেকে আসা বিক্রেতা তাসলিমা খাতুন বলেন, এখানে কম দামের সামগ্রির চাহিদা রয়েছে। আমরা হাতে কাজ করি তাই দাম একটু বেশি নিতে হয়। পরিশ্রম করতে হয় আমাদের। এখানে এসে বুঝতে পারছি কোন জিনিসের চাহিদা কেমন।
advertisement
গত কয়েকদিন ধরে মালদহ কলেজ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে মৈত্রী মেলা। এই মেলায় বিভিন্ন সামগ্রীর পাশাপাশি ব্যাপক হারে বিক্রি হচ্ছে বাংলাদেশের লুঙ্গি। অন্যান্য কাপড়ের থেকে লুঙ্গির চাহিদা প্রায় চার গুণ বেশি। এছাড়াও সবচেয়ে বেশি এই মেলায় বিক্রি হচ্ছে বাংলাদেশের গামছা। ১০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত এক-একটি গামছার দাম নেওয়া হচ্ছে। তবে সাধারণত বাংলাদেশের এই গামছা মালদহে পাওয়া যায় না। তাই সাধারণ মানুষ বাংলাদেশের এই গামছা কেনার জন্য ভিড় করছেন মেলায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলাদেশের লুঙ্গি বরাবরই বিখ্যাত। বিক্রেতা আবুল হাসান মিন্টু বলেন, লুঙ্গি ও গামছার চাহিদা এখানে সবচেয়ে বেশি। সব ধরনেরই লুঙ্গি, গামছা বিক্রি হচ্ছে। এখানে ক্রেতাদের মধ্যে চাহিদা দেখে আমরা খুশি। আসলে বাংলাদেশের লুঙ্গির কাপড় খুব মোলায়েম হয়, যা পরলে পুরুষদের এই গরমে আরাম হয়। দাম একটু বেশি হলেও তাই বাংলাদেশের লুঙ্গি কিনতে ঝাঁপিয়ে পড়েন সবাই। ভারতীয় টাকায় ৫০০ থেকে শুরু লুঙ্গির দাম। ৮০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে লুঙ্গি।
হরষিত সিংহ