আরও পড়ুন: বেসরকারি পরিবহণকে টেক্কা দেবে সরকারি বাস! বিরাট চমক উত্তরে
পরিস্থিতি এমন হয়েছিল আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকায় হাতির আক্রমণে কৃষিকাজ লাটে ওঠার জোগাড় হয়েছিল। চাষের জমি, ফসল তছনছ করে দিচ্ছিল হাতি। ফলে খেতের ফসল ঘরে তুলতে পারছিলেন না কৃষকরা। বাধ্য হয়ে বিকল্প জীবিকা হিসেবে দিনমজুরের কাজ শুরু করেছিলেন অনেকে। যদিও কৃষকদের মন পড়েছিল মাঠেই।
advertisement
এই পরিস্থিতিতে বন দফতর জেলার ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁর জঙ্গল লাগোয়া এলাকা সোলার ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ায় হাতিরা আর আগের মত জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়তে পারছে না। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘিরে দীর্ঘ সাত কিলোমিটার সোলার ফেন্সিং লাগানো হয়েছে। কৃষকদের দাবি, এরপরই গত কয়েকমাসে হাতির আনাগোনা একদমই কমে গিয়েছে, কোনও কৃষি জমির ফসলও নষ্ট হয়নি। ফলে আবার তাঁরা চাষের কাজে ফিরতে পেরেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে হ্যামিল্টনগঞ্জের রেঞ্জ অফিসার অঙ্কণ নন্দী বলেন, এলাকার সমস্যা বাড়ছিল দিন প্রতিদিন।হাতির হানা প্রতিরোধ করা যাচ্ছিল না। ফলে একটি সমাধানের পথ খুঁজে বের করতে ফেন্সিং লাগানো হয়েছে।
অনন্যা দে