Mamata Banerjee: বেসরকারি পরিবহণকে টেক্কা দেবে সরকারি বাস! বিরাট চমক উত্তরে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বালুরঘাটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস টার্মিনাসের ভার্চুয়াল শিলান্যাস করেন
দক্ষিণ দিনাজপুর: কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে বাস টার্মিনাস। প্রকল্পের সূচনা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে খুশি বালুরঘাটের সাধারণ মানুষ।
মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বালুরঘাটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস টার্মিনাসের ভার্চুয়াল শিলান্যাস করেন। এর হাত ধরে জেলাবাসী ঝাঁ চকচকে সরকারি পরিবহণ পরিষেবা পাবে আগামী দিনে। রাষ্ট্রায়ত্ত এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, মোট ৬৬ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে বালুরঘাটে সরকারি বাস টার্মিনাসে ইন্টার লকিং ব্লক দ্বারা ইয়ার্ড নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজ হবে। এরই ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি শুরু করেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই প্রকল্প প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ যাত্রীদের বক্তব্য, বালুরঘাট থেকে দূরপাল্লার পরিষেবায় সরকারি পরিবহণ বেসরকারি পরিবহণের থেকে অনেক গুণ ভাল। সঠিক সময়ে দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে দিতে এর জুরি নেই। এই নতুন প্রকল্পের ফলে সেই পরিষেবা আরও অনেকটা উন্নত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2024 1:20 PM IST