Animal Rescue: শহরের ব্যস্ত রাস্তায় ওটা কী বসে! সাহায্য করতে এগিয়ে যেতেই আঁচড়ে-কামড়ে দিল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
স্থানীয় কয়েকজন আবার প্রাণীটিকে উদ্ধার করতে এগিয়ে যায়। আর তাতেই ঘটল বিপত্তি। সাহায্য করতে আসা একজনকে আঁচড়ে দিল সে
পশ্চিম বর্ধমান: শহরের ব্যস্ত রাস্তার মাঝে বসে রোদ পোহাচ্ছে বন্যপ্রাণী। দুর্গাপুর সিটি সেন্টার লাগোয়া এলাকায় এমন ঘটনা দেখে প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন অনেকে। ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। কারণ এমন প্রাণী সচরাচর শহরের রাস্তায় দেখা যায় না। তাই প্রত্যক্ষদর্শীরা ভেবেছিলেন হয়ত সে অসুস্থ।
দুর্গাপুরের রাস্তায় এমন একটি বন্যপ্রাণীকে দেখতে পেয়ে অনেকেই গাড়ি থামিয়ে দিয়েছিলেন। স্থানীয় কয়েকজন আবার প্রাণীটিকে উদ্ধার করতে এগিয়ে যায়। আর তাতেই ঘটল বিপত্তি। সাহায্য করতে আসা একজনকে আঁচড়ে দিল সে। এরপরই খবর দেওয়া হয় বন দফতরের কাছে। বনকর্মীরা ওই বন্য প্রাণীটিকে উদ্ধার করতে এগিয়ে আসেন। কিন্তু তাঁরাও রেহাই পাননি। বন দফতরের এক কর্মীকেও কামড় দেয় অদ্ভুত দর্শন প্রাণীটি।
advertisement
advertisement
তবে শেষ পর্যন্ত বেশ কিছুক্ষণ চেষ্টার পর রাস্তায় বসে থাকা এই বন্য প্রাণীটিকে উদ্ধার করা গিয়েছে। বন দফতরের এক কর্মী জানিয়েছেন, এটি আসলে বাঘরোল। বাংলায় এই প্রাণীটি পাওয়া যায়। কিন্তু এদের সচরাচর জঙ্গলের বাইরে দেখা যায় না। যে কারণে প্রথম দেখে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন, অবাক হয়েছিলেন। তাঁদের প্রাথমিকভাবে অনুমান, এই বাঘরোলটির চোখের দৃষ্টি কম। তাই সে ব্যস্ত রাস্তার মাঝে বসেছিল। নয়তো মানুষকে দেখে তার জঙ্গলের ভিতর চলে যাওয়ার কথা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বাঘরোলটিকে উদ্ধার করা হয়েছে। এরপর তার প্রাথমিক চিকিৎসা করা হবে। সুস্থ হলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে তারা সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ রাস্তায় এমন একটি প্রাণীকে বসে থাকতে দেখে কেউই তাকে আঘাত করেননি। বরং তাকে উদ্ধারের চেষ্টা করেছেন। যা দেখে বন দফতরের আধিকারিকদের ধারণা, লাগাতার প্রচারের ফলে মানুষ ক্রমশ সচেতন হচ্ছে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2024 12:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Animal Rescue: শহরের ব্যস্ত রাস্তায় ওটা কী বসে! সাহায্য করতে এগিয়ে যেতেই আঁচড়ে-কামড়ে দিল
