TRENDING:

Bengali News: জেলার ইতিহাস থেকে মুছে যাবে আস্ত একটা নদী!

Last Updated:

নদী ঘিরে দূষণের এমনই সব ছবি চোখে পড়ল জলপাইগুড়ির ২ নম্বর ওয়ার্ডের রায়কত পাড়ার ধরধরা নদীতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: কোথাও নোংরা আবর্জনা স্তূপীকৃত হয়ে পড়ে রয়েছে, কোথাও আবার নদীর জল স্থির। সবুজ শ্যাওলার চাদরে ঢাকা নদীর জল। এখানেই শেষ নয়, নদী বক্ষে ভেসে বেড়াচ্ছে বোতল এবং প্লাস্টিকের বর্জ্য পদার্থ। কোনও কোনও অঞ্চলে আবার নদী পাড়ে সিমেন্টের পিলার তুলে নির্মাণ কাজও শুরু হয়েছে হয়েছে। এক কথায় ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে জলপাইগুড়ির ধরধরা নদী।
advertisement

আরও পড়ুন: ট্রেন ধরতে এলেই ব্যাগ থেকে খাবার ছিনতাই করে নিচ্ছে ওরা! পাঁশকুড়া স্টেশনে নতুন বিপদ

নদী ঘিরে দূষণের এমনই সব ছবি চোখে পড়ল জলপাইগুড়ির ২ নম্বর ওয়ার্ডের রায়কত পাড়ার ধরধরা নদীতে। জলপাইগুড়ির ধরধরা নদীতে এখন জল চোখেই পড়ে না। নদী এবং নদীর পাড়ের কিছু অংশে গজিয়ে উঠেছে ঘন কচু বন এবং জংলী গাছ। নদীর পাড়ে থাকা বাঁশ ঝাড়ের দাপটে জল দেখতে উঁকি-ঝুঁকি মারতে হয়। নদী যেন পরিণত হয়েছে নালাতে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নিষেধাজ্ঞা সত্ত্বেও আজও এলাকার পারিপার্শ্বিক সমস্ত নোংরা আবর্জনা এনে ফেলা হয় সেই নদীতেই। আশেপাশের বাসিন্দাদের অনেকে বাড়ির আবর্জনা খেলার ডাস্টবিন হিসেবে বিবেচনা করছে এই নদীকেই। দিনের পর দিন সংস্কারের অভাবে রীতিমত ডাম্পিং গ্রাউন্ডে রূপান্তরিত হয়েছে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা ধরধরা নদী। যার ফলে দূষণে জেরবার ধরধরা। এর জেরে দূষিত হচ্ছে পরিবেশও। সেখান দিয়ে যাতায়াত করতে পচা দুর্গন্ধে মুখে রুমাল চাপা দিতে হয় সাধারণ মানুষকে। স্থানীয়দেরই অনেকের অভিযোগ, প্রশাসনের নজর নেই এই নদীর দিকে। দুর্গন্ধে টেকা যায় না। কবে এই নদীর সংস্কার হবে? কবে নিজের প্রাণ ফিরে পাবে ধরধরা নদী? প্রশ্ন থেকেই যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: জেলার ইতিহাস থেকে মুছে যাবে আস্ত একটা নদী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল