আরও পড়ুন: ট্রেন ধরতে এলেই ব্যাগ থেকে খাবার ছিনতাই করে নিচ্ছে ওরা! পাঁশকুড়া স্টেশনে নতুন বিপদ
নদী ঘিরে দূষণের এমনই সব ছবি চোখে পড়ল জলপাইগুড়ির ২ নম্বর ওয়ার্ডের রায়কত পাড়ার ধরধরা নদীতে। জলপাইগুড়ির ধরধরা নদীতে এখন জল চোখেই পড়ে না। নদী এবং নদীর পাড়ের কিছু অংশে গজিয়ে উঠেছে ঘন কচু বন এবং জংলী গাছ। নদীর পাড়ে থাকা বাঁশ ঝাড়ের দাপটে জল দেখতে উঁকি-ঝুঁকি মারতে হয়। নদী যেন পরিণত হয়েছে নালাতে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নিষেধাজ্ঞা সত্ত্বেও আজও এলাকার পারিপার্শ্বিক সমস্ত নোংরা আবর্জনা এনে ফেলা হয় সেই নদীতেই। আশেপাশের বাসিন্দাদের অনেকে বাড়ির আবর্জনা খেলার ডাস্টবিন হিসেবে বিবেচনা করছে এই নদীকেই। দিনের পর দিন সংস্কারের অভাবে রীতিমত ডাম্পিং গ্রাউন্ডে রূপান্তরিত হয়েছে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা ধরধরা নদী। যার ফলে দূষণে জেরবার ধরধরা। এর জেরে দূষিত হচ্ছে পরিবেশও। সেখান দিয়ে যাতায়াত করতে পচা দুর্গন্ধে মুখে রুমাল চাপা দিতে হয় সাধারণ মানুষকে। স্থানীয়দেরই অনেকের অভিযোগ, প্রশাসনের নজর নেই এই নদীর দিকে। দুর্গন্ধে টেকা যায় না। কবে এই নদীর সংস্কার হবে? কবে নিজের প্রাণ ফিরে পাবে ধরধরা নদী? প্রশ্ন থেকেই যায়।
সুরজিৎ দে





