Bengali News: ট্রেন ধরতে এলেই ব্যাগ থেকে খাবার ছিনতাই করে নিচ্ছে ওরা! পাঁশকুড়া স্টেশনে নতুন বিপদ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
অনাহুত আতঙ্কের নাম একদল বাঁদর সেনা। দল বেঁধে আক্রমণ করছে পাঁশকুড়া জংশন স্টেশনের সাধারণ যাত্রীদের
পূর্ব মেদিনীপুর: ভারতীয় রেলের পাঁশকুড়া জংশন চত্বরে নতুন বিপত্তি, তাতেই আতঙ্কে যাত্রীরা। ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব রেল শাখার খড়গপুর ডিভিশনের অতি গুরুত্বপূর্ণ জংশন পাঁশকুড়া। প্রতিদিন অসংখ্য এক্সপ্রেস ট্রেন ও লোকাল ট্রেন এই জংশনের ওপর দিয়ে যাতায়াত করে। সেই গুরুত্বপূর্ণ স্টেশনে দেখা দিয়েছে নতুন বিপদ। প্ল্যাটফর্ম ও ওভার ব্রিজের রাস্তায় অনাহুতদের হানায় আতঙ্কিত যাত্রীরা। যখন তখন হানা দিয়ে ছিনিয়ে নিচ্ছে ব্যাগ। ফলে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
এই অনাহুত আতঙ্কের নাম একদল বাঁদর সেনা। দল বেঁধে আক্রমণ করছে পাঁশকুড়া জংশন স্টেশনের সাধারণ যাত্রীদের। এই বাঁদরের উৎপাতে নাজেহাল যাত্রী থেকে রেলকর্মী সকলে। বাঁদরেরা কখনও ওভার ব্রিজে যাতায়াতের পথে যাত্রী সাধারনের ব্যাগ ধরে টানাটানি করছে, আবার কখনও প্ল্যাটফর্মে ট্রেনের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীর ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে। প্লাটফর্মে থাকা খাবারের স্টলগুলোতেও হানা দিচ্ছে বাঁদরেরা। তুলে নিয়ে যাচ্ছে পছন্দমত খাবার। কোনও যাত্রীর ব্যাগে খাবার দেখলে তো আর ছাড় নেই! যতক্ষণ না ওই যাত্রী বাঁদরদের উদ্দেশ্যে ব্যাগে থাকা খাবার ছুঁড়ে দিচ্ছে ততক্ষণ অত্যাচার চলতেই থাকছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এসমধ্যেই বাঁদরের আঁচড় ও কামড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এই স্টেশনে ট্রেন ধরতে আসাটাই এখন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় রেল কর্তৃপক্ষ বাঁদর তাড়াতে উপযুক্ত পদক্ষেপ করুক বলে চাইছেন যাত্রীরা।
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 7:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ট্রেন ধরতে এলেই ব্যাগ থেকে খাবার ছিনতাই করে নিচ্ছে ওরা! পাঁশকুড়া স্টেশনে নতুন বিপদ