আরও পড়ুন: দৈনিক উৎপাদন বাড়াতে কয়লা চুরি ঠেকানোর দিকে নজর ইসিএল-এর
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের দক্ষিণায়ন ক্লাব সংলগ্ন এলাকার এক ফাঁকা জায়গা থেকে পরেশ দাস নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। বেশ কিছুদিন ধরে এই এলাকায় তাঁকে দেখা যাচ্ছিল। এদিন ওই ব্যক্তিকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে ধূপগুড়ি থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ পুলিশ কর্মীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মৃত ব্যক্তির ছেলে তাপস দাস জানিয়েছে, ছোট থেকেই বাবার সঙ্গে তাঁর এবং পরিবারের বাকিদের সম্পর্ক নেই। তিনি এদিক-ওদিক ঘুরে বেড়াতেন। এদিন স্থানীয়দের মারফত খবর পেয়ে তিনি দেখতে আসেন। এদিকে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তার জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
সুরজিৎ দে