Bengali News: দৈনিক উৎপাদন বাড়াতে কয়লা চুরি ঠেকানোর দিকে নজর ইসিএল-এর
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
বর্তমানে ইসিএল প্রতিদিন গড়ে ২ লক্ষ টন কয়লা উত্তোলন করছে। সম্প্রতি কয়লা উত্তোলনের মাত্রা ২ লক্ষ ৬ হাজার টন পর্যন্ত হয়েছে
পশ্চিম বর্ধমান: দেশের অন্যতম বড় কয়লা উত্তোলক সংস্থা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। পশ্চিম বর্ধমান জেলায় ইসিএল-এর নিয়ন্ত্রণাধীন একাধিক খনি রয়েছে। সেখান থেকেই প্রত্যেকদিন কয়েক লক্ষ টন কয়লা উত্তোলন করা হয়। তবে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়েছে ইসিএল কর্তৃপক্ষ। সেই বর্ধিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য দৈনিক কয়লা উত্তোলনের মাত্রাও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ‘মৃত্যু’র পর বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা, সেই বৃদ্ধাই পায়ে হেঁটে ঢুকলেন পঞ্চায়েত অফিসে!
বর্তমানে ইসিএল প্রতিদিন গড়ে ২ লক্ষ টন কয়লা উত্তোলন করছে। সম্প্রতি কয়লা উত্তোলনের মাত্রা ২ লক্ষ ৬ হাজার টন পর্যন্ত হয়েছে। ইসিএল সূত্রে খবর, প্রোডাকশনের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। সমস্ত রকম সুরক্ষা মেনে কীভাবে বেশি মাত্রায় কয়লা উত্তোলন করা যায় সেদিকে নজর রয়েছে সংস্থার।
advertisement
advertisement
সম্প্রতি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রোডাকশনের দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানান ইসিএল-এর সিএমডি সমীরণ দত্ত। তিনি বলেন, ধীরে ধীরে কয়লা উত্তোলনের মাত্রা বাড়ানো হয়েছে। কয়লা উত্তোলন আরও সহজ করতে নানারকম অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে কয়লাখনি অন্তর্ভুক্ত যে এলাকা রয়েছে সেই এলাকাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। কারণ বিশাল এলাকাজুড়ে একবারে কয়লা উত্তোলন করা সম্ভব নয়। তাই ধীরে ধীরে খনি এলাকা বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে, বেআইনিভাবে কয়লা পাচার বা কয়লা চুরি ইসিএলের অন্যতম একটি সমস্যা। সেই সমস্যা সমাধানের দিকেও নজর দিতে চাইছে কর্তৃপক্ষ। সেজন্যই কয়লা খনি এলাকাগুলির সুরক্ষা বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সুরক্ষা দেওয়ার জন্য জওয়ানের সংখ্যা বাড়ানো হবে বলে ইসিএল সূত্রে খবর। কয়লা খনি এলাকার সুরক্ষা এবং কয়লা চুরি রুখতে এলাকায় আরও বেশি সংখ্যক ক্যামেরা বসানোর চিন্তা ভাবনা রয়েছে। সবমিলিয়ে প্রোডাকশন এবং সুরক্ষার দিকে বিশেষভাবে নজর দিয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2024 4:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bengali News: দৈনিক উৎপাদন বাড়াতে কয়লা চুরি ঠেকানোর দিকে নজর ইসিএল-এর
