জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত পরিযায়ী শ্রমিকের নাম মুন্না আনসারী (৩৫)। বাড়ি মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের বাবুপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দুই মাস আগে ভিন রাজ্য তেলেঙ্গানার হায়দ্রাবাদে কাজে যায় মুন্না। চলতি সপ্তাহে টাওয়ারের কাজ করার সময় ইলেকট্রিক শক লেগে টাওয়ার থেকে পড়ে যায় সে। ঘটনায় হাত পা ভেঙে গুরুতর জখম হন ওই পরিযায়ী শ্রমিক।
advertisement
সহকর্মীরা তড়িঘড়ি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা হাত কেটে দেওয়ার পরামর্শ দেন। বর্তমানে হাত কাটা অবস্থায় ভিন রাজ্যে রয়েছেন ওই পরিযায়ী শ্রমিক। পা ভাঙায় বর্তমানে বাড়ি ফিরতে পারছেন না ওই পরিযায়ী শ্রমিক। আহত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে চার নাবালক কন্যাসন্তান, বৃদ্ধা মা ও স্ত্রী। আহত পরিযায়ী শ্রমিকের মা আইরুন বেওয়া জানান, “পরিবারের হাল ধরতে ভিন রাজ্যে কাজে গিয়েছিল ছেলে। দুর্ঘটনায় হাত-পা দুটোই ভেঙে গেছে। টাকার অভাবে সম্ভব হচ্ছে না চিকিৎসা। বিনা চিকিৎসায় ভিন রাজ্যে হায়দ্রাবাদে পড়ে রয়েছে ছেলে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা করে ছেলেকে ফিরিয়ে আনুক।”
আরও পড়ুন: নয়া সেমিস্টার পদ্ধতিতে ফের উচ্চ মাধ্যমিক দিতে চান? সুযোগ দিয়েছে সংসদ, কী কী লাভ-কীভাবে আবেদন জানুন
এদিকে এই ঘটনার খবর পেয়ে এদিন পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বাড়িতে যান মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক অভীক শঙ্কর কুমার। পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়ে আনার জন্য সমস্ত রকম ব্যবস্থার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সরকারি সহযোগিতায় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক।






