HS Exam 2026 Semester: নয়া সেমিস্টার পদ্ধতিতে ফের উচ্চ মাধ্যমিক দিতে চান? সুযোগ দিয়েছে সংসদ, কী কী লাভ-কীভাবে আবেদন জানুন

Last Updated:

HS Exam 2026 Semester: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু চাইলে আবারও দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে পারবেন। এমনই সুযোগ করে দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, এ বার চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের শুধু অনলাইন অ্যাডমিট কার্ড দেওয়া হবে। শিক্ষা সংসদ স্কুলগুলিকে অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাঠাবে। স্কুলগুলি সেই লিঙ্ক ডাউনলোড করে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রিন্ট করে দেবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, এ বার চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের শুধু অনলাইন অ্যাডমিট কার্ড দেওয়া হবে। শিক্ষা সংসদ স্কুলগুলিকে অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাঠাবে। স্কুলগুলি সেই লিঙ্ক ডাউনলোড করে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রিন্ট করে দেবে।
কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু চাইলে আবারও দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে পারবেন। এমনই সুযোগ করে দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ (২) রেগুলেশনের ভিত্তিতে যে সমস্ত পড়ুয়া উচ্চ মাধ্যমিক পাশ করেছেন শুধুমাত্র তাঁরা এই সুযোগ পাবেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘পুরনো সিলেবাসে অপশন্যাল বিষয়ের সঙ্গে কম নম্বর পাওয়া বা ফেল করে যাওয়া বিষয়ের অদল-বদল করার ব্যবস্থা ছিল। এ বার সেমেস্টার পদ্ধতিতেও চাইলে পরীক্ষা বসতে পারবে উত্তীর্ণেরা’’।
৯ (২) রেগুলেশন কী?
advertisement
উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হয় মোট ছ’টি বিষয়ে। যার মধ্যে দু’টি ভাষাভিত্তিক বিষয়ে বাধ্যতামূলক পাশ করতে হয়। এ ছাড়াও বাকি চারটির মধ্যে তিনটি বিষয়ে পাশ করা বাধ্যতামূলক। ধরা যাক কোনও পড়ুয়া বাংলা, ইংরেজি, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা এবং জীববিদ্যা বিষয়ে পরীক্ষা দিচ্ছেন। সে ক্ষেত্রে যদি ওই পড়ুয়া পদার্থবিদ্যায় অনুত্তীর্ণ হন এবং বাকি বিষয়ে উত্তীর্ণ হন, তা হলে তিনি উচ্চ মাধ্যমিকে ফেল করবেন না বরং ‘বেস্ট অফ ফাইভ’-এর ভিত্তিতে সাধারণ ভাবেই তার আর পদার্থবিদ্যার নম্বর গ্রাহ্য করা হবে না। এই পদ্ধতিতে যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন তাঁরা ৯ (২) রেগুলেশনের মধ্যে পড়েন।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের মডেল প্রশ্নপত্র কবে পাবেন পরীক্ষার্থীরা? জানাল সংসদ
শিক্ষা সংসদের দেওয়া বিজ্ঞপ্তির ভিত্তিতে এই ৯ (২) রেগুলেশনে যারা পাশ করছেন তাঁরা চাইলে ফের নতুন সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন।
ছাত্র-ছাত্রীদের কী সুবিধা?
শিক্ষা সংসদ সূত্র, ৯ (২) রেগুলেশনে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেও দেখা গিয়েছে জয়েন্টের মতো পরীক্ষায় তাঁরা সুযোগ পাচ্ছেন না। কারণ, জয়েন্ট উত্তীর্ণ হয়ে সুযোগ পেতে গেলে বিজ্ঞান বিভাগের মূল তিনটি বিষয় ( রসায়ন, গণিত, পদার্থবিদ্যা)-এ উত্তীর্ণ হতেই হয়। তাই এর মধ্যে কোনও একটিতেও যদি পড়ুয়া ফেল করে যান বা কম নম্বর পেয়ে যান তবে ৯ (২) রেগুলেশনে পাশ করেও লাভ হয় না। তখন তাঁকে পুনরায় এক বছর অপেক্ষা করতে হয়।
advertisement
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে শব্দরোধী আধুনিক ঘরে, চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বড় উদ্যোগ পর্ষদের
উচ্চ মাধ্যমিকে ওই সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় বসতে হয়। কিন্তু সেখানে সে আর রেগুলার প্রার্থী থাকে না। এখানেই শিক্ষা সংসদের তরফে আরও একটি সুযোগ দেওয়া হচ্ছে। তাঁরা চাইলে সম্পূর্ণ এক বছর অপেক্ষা না করে নতুন করে সেমেস্টার পদ্ধতিতে রেগুলার প্রার্থী হিসেবে ভর্তি হতে পারবেন। তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় বসার সুযোগ পাবেন ওই প্রার্থীরা। তবে সে ক্ষেত্রে সব বিষয়ই আবার পরীক্ষা দিতে হবে।
advertisement
কী ভাবে আবেদন করবেন?
ছাত্র-ছাত্রীকে নিজের স্কুল মারফৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া রেজাল্ট জমা দিতে হবে। ৮ মে থেকে ৭ জুন পর্যন্ত শিক্ষা সংসদের ওয়েবসাইটটি এই প্রক্রিয়ার জন্য খোলা থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam 2026 Semester: নয়া সেমিস্টার পদ্ধতিতে ফের উচ্চ মাধ্যমিক দিতে চান? সুযোগ দিয়েছে সংসদ, কী কী লাভ-কীভাবে আবেদন জানুন
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement