সম্প্রতি হওয়া মোকা ঝড়ের প্রভাব পড়েছে আমের বাজারে। পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিকোচ্ছে আম। তবে স্থিতিশীল সবজি থেকে মাছ মাংসের বাজার দর। মাসের শেষে জামাইষষ্ঠী। তাই বুধবার থেকেই বাজারে ভিড় লেগে ছিল।
আরও পড়ুনঃ কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু’জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে
advertisement
আরও পড়ুনঃ ঘূর্ণাবর্তের প্রভাব আজ থেকেই? ৭২ ঘণ্টা দুর্যোগের আবহ, কোন কোন জেলায় তাণ্ডব? জানুন
কলকাতা ও শহরতলির মাছ বাজারে উঁকি দিয়ে দেখা গিয়েছে কলকাতায় ইলিশ মাছের দাম রয়েছে ৭০০-২০০০ টাকার মধ্যে। তবে এই দাম নির্ভর করছে মাছের আকারের ওপর। ৪০০-৫০০ গ্রামের ইলিশের দাম রয়েছে ৮০০-৯০০ টাকার আশেপাশে। আবার ৬০০-৭০০ গ্রামের ইলিশ মাছের দাম রয়েছে ১২০০ টাকা। ১ কেজি ওজনের ইলিশের দাম ১৫০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। কিছু মার্কেটে আবার দাম রয়েছে ২০০০ টাকার আশেপাশে।
জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে কোনও কিছুতেই তেমন বাড়তি দাম লক্ষ্য করা যায়নি। আমের বাজারও সাধ্যের মধ্যেই। ফলের পর সবজি বাজারেও নেই তেমন হেলদোল। পটল, ঝিঙে, বেগুন, লাল আলুর দামেও খুব একটা হেরফের হয়নি। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশই জামাই ষষ্ঠীর আয়োজনে কিছুটা হলেও ভাটা পড়ার চিত্র ফুটে ওঠে শহরের বিভিন্ন বাজারে।
মাছ, মাংস বিক্রেতাদের অনেককেই বৃহস্পতিবার ষষ্ঠীর তিথি পড়ায় দোটানার মধ্যে রয়েছেন। তবে জামাই আদর কি মাছ মাংস ছাড়া হবে? অবশ্যই না। জামাইদের ইলিশ খাওয়া নিয়ে মায়ানমার, বাংলাদেশ, ডায়মন্ড হারবারের ইলিশ দিয়ে জোর তরজায় নেমেছে মাছ ব্যবসায়ীরা। মাছ মাংস, ফল মিষ্টিতে যে জামাই আদর জমে গিয়েছে আর বলার অপেক্ষা রাখে না।
সুরজিৎ দে