দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায় বাড়ি বৃদ্ধা সনেকা সরকারের। তিনি শৈশব থেকেই লড়াই করে চলেছেন। বর্তমানে এই ফাদি জাল বুনেই তাঁর সংসার চলে। এক একটি জাল বুনতে সময় লাগে ৪-৫ দিন। তাই সকাল থেকেই জাল বুনতে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। এই জাল বুনে কেজি প্রতি ৬০ টাকা করে পান।
advertisement
আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! উত্তর দিনাজপুরে এবার স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ
এই বিষয়ে সনেকা সরকার জানান, জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই কাজের সঙ্গে যুক্ত। পরবর্তী সময়ে সংসারে চাপে এই কাজ তেমনভাবে করা হয়ে ওঠেনি। বর্তমানে বেশ কয়েক বছর যাবত সংসারের অভাব অনটনের জেরে এই জাল বুনানোর কাজ আবার শুরু করতে হয়েছে। কিন্তু বয়স ও শারীরিক অসুস্থতার কারণে এখন তেমনভাবে কাজ করতে পারি না। তবু পেটের দায়ে বাধ্য হয়ে করতে হচ্ছে।
যেদিন প্রথম হাতে জাল তুলে নিয়েছিলেন, সেদিন থেকে আজ পর্যন্ত কেটে গিয়েছে কয়েক বছর। কিন্তু সেই হাত আর চোখের কোনও আরাম নেই। নিজের খরচ চালানোর একমাত্র ভরসার জায়গা তো ওই সূক্ষ সুতোয় বোনা ফাদি জাল।
সুস্মিতা গোস্বামী