Recruitment Update: সুবর্ণ সুযোগ! উত্তর দিনাজপুরে এবার স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Recruitment Update: জেলায় নিয়োগ হবে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (জিডিএমও), মেডিকেল অফিসার, স্পেশালিস্ট (পেডিয়াট্রিক্স), স্পেশালিস্ট (মেডিসিন), স্পেশালিস্ট (গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স) এবং স্পেশালিস্ট (অপথ্যালমোলজি) পদে
উত্তর দিনাজপুর: সুবর্ণ সুযোগ। উত্তর দিনাজপুর জেলায় এবার স্বাস্থ্য দফতরে লোক নিয়োগ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ একাধিক প্রকল্পে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের এর জন্য আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না। কোন কোন পদে লোক নেবে?
advertisement
জেলায় নিয়োগ হবে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (জিডিএমও), মেডিকেল অফিসার, স্পেশালিস্ট (পেডিয়াট্রিক্স), স্পেশালিস্ট (মেডিসিন), স্পেশালিস্ট (গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স) এবং স্পেশালিস্ট (অপথ্যালমোলজি) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৬। আবেদনকারীদের বয়স ৬৭ বছরের মধ্যে হলেই বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে নিযুক্তদের পারিশ্রমিক হবে দৈনিক ৩,০০০ টাকা থেকে শুরু করে মাসে ৭০,০০০ টাকা পর্যন্ত।
advertisement
ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য আবেদন জানানোর ক্ষেত্রে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। আগামী ২৬ জুলাই সকাল ১১টায় বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউ আয়োজিত হবে। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র, অন্যান্য নথি এবং আবেদনমূল্যের রসিদ নিয়ে সকাল ১১ টার মধ্যে নির্ধারিত স্থানে পৌঁছে যেতে হবে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 7:34 PM IST