আরও পড়ুনঃ ‘রাতের পর রাত শাহিদ…‘ অবশেষে সামনে এল শাহিদ-কারিনার বিচ্ছেদের আসল কারণ! চমকে উঠে ‘সত্য’
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “এলাকার এক স্থানীয় পরিমল বর্মনের তামাক খেতের পাশে নলকূপ বসানোর কাজ করা হচ্ছিল। কাজ করছিলেন যশো মিয়াঁ, সহিদুল মিয়াঁ ও আজিজার রহমান নামে তিন ব্যক্তি। কাজ করার সময় হঠাৎ নলকূপের পাইপটি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারে লেগে যায়। সেইসময় পাইপটি ধরেছিলেন যশো মিয়াঁ ও সহিদুল মিয়াঁ। মুহুর্তে ওই ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা দু’জন। তাঁদের বাঁচাতে কাচা বাঁশ দিয়ে আঘাত করতে যান আজিজার রহমান। আঘাত করতেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষরক্ষা সম্ভব হয়নি ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
advertisement
আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে যুবতীকে হোটেলের রুমে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার ৫৯ বছরের প্রৌঢ়
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো এবং পুলিশ বাহিনী। তারপর পুলিশ দেহ তিনটি উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যায়। শীতলকুচি থানার সূত্রে জানতে পারা গিয়েছে, “শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দেহগুলি মাথাভাঙা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে দেওয়া হবে।” তবে নলকূপের কাজ করতে গিয়ে এভাবে আচমকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
Sarthak Pandit






