নাবালিকাকে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা করাল পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে অপহরণের কারণ। বুধবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কোতল গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, পার্শ্ববর্তী গ্রাম থেকে তিন বছরের ওই নাবালিকা দাদুর বাড়িতে এসেছিল। ভাই বোনেদের সঙ্গে রাস্তায় বেরিয়ে ছিল আইসক্রিম নেওয়ার জন্য।
advertisement
আরও পড়ুন: বাংলায় এসআইআরের কাজ কবে থেকে শুরু হচ্ছে? কমিশনের বিশেষ বৈঠকেই উঠে এল দিনক্ষণের আভাস
সেই সময় হঠাৎ ফিল্মি কায়দায় মোটর বাইকে করে দুই যুবক এসে ওই নাবালিকাকে নিয়ে চম্পট দেয়। এলাকার মানুষ পিছু ধাওয়া করে ব্যর্থ হয়। খোঁজ দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ হরিশ্চন্দ্রপুর থেকে বেরোনোর সব গুলো পথ ঘিরে নেয়। পাশাপাশি খবর দেওয়া হয় পার্শ্ববর্তী চাঁচল থানার পুলিশকেও। বাংলা-বিহারের আন্তরাজ্য সীমান্তের বিভিন্ন নাকা চেকপোস্ট পুলিশ ঘিরে ফেলে। তারপরেই জালে আসে অপহরণকারীরা।
আরও পড়ুন: ভারতীয় ৩ বিজনেস স্কুল বিশ্বের শীর্ষ ১০০-তে স্থান ছিনিয়ে নিল, তালিকায় বাংলার কোন প্রতিষ্ঠান?
পুলিশকে দেখে মোটরবাইক থেকে ওই নাবালিকাকে ফেলে দেয় অপহরণকারীরা। তারপর পালানোর চেষ্টা করলেও পুলিশের জালে হাতেনাতে ধরা পড়ে এক অপহরণকারী। অপহরণকারীকে গ্রেফতারের পর তাদের সঙ্গে অপহরণ কাণ্ডে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিকে এই ঘটনার পর পুলিশের এমন তৎপরতায় প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এলাকাবাসীরা।