পর্যটন মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। ঠিক তখনই অকারণে গাড়ির ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দেয় কিছু অসাধু চালক। তার জন্য অনেক সময়ই বিপাকে পড়েন পর্যটকরা। এমনকি তাদের হেনস্থাও হতে হয়েছে। কিন্তু এবার তা আর কেউ করতে পারবে না। এই সঙ্গে সহায়তা কেন্দ্র গাড়ির ভাড়ার দিকেও নজর রাখবে। অযথা কেউ যদি আকাশছোঁয়া ভাড়া দাবী করে তাহলে তার মোকাবিলা করবে সহায়তা কেন্দ্রের কর্মীরা। নির্দিষ্ট ভাড়ার থেকে বেশি ভাড়া চাইলেই সেই চালকের সঙ্গে আলোচনায় বসবে আইএনটিটিইউসি কর্মীরা। এছাড়া পর্যটকদের হোটেল, গাড়ি বুক করে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: মমতার দুর্গে হানা দিতে শুভেন্দুতেই ভরসা! বিজেপি এবার যা দায়িত্ব দিল, তুঙ্গে শোরগোল!
শুধু তাই নয় রাস্তায়ও যদি কোনওরকম সমস্যায় পড়ে পর্যটকরা তাহলে তারা মোবাইলের মাধ্যমে কেন্দ্রে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তার ব্যবস্থাও করা হচ্ছে। নিউজলপাইগুড়ি স্টেশনের পাশে আইএনটিটিইউসির দফতর সংলগ্ন ফাঁকা জায়গায় এই সহায়তা কেন্দ্র খোলা হবে। যেখানে দিনরাত সবসময় ১৪জন কর্মী থাকবেন।
আরও পড়ুন: পুরনো নির্দেশই বহাল, অভিষেকের বিরুদ্ধে চলবে সিবিআই তদন্ত, জরিমানা ২৫ লাখ: হাই কোর্ট
এ প্রসঙ্গে শিলিগুড়ি ৩নম্বর টাউন ব্লকের আইএনটিটিইউসির সভাপতি সুজয় সরকার বলেন, “বাইরে থেকে আসা পর্যটকরা যাতে কোনওরকম সমস্যায় না পড়ে তার জন্যই আমাদের এই উদ্যোগ। গাড়ি ভাড়া থেকে হোটেল, গাড়ি বুকিং সব করা হবে। গোটা পর্যটন মরশুমে এটা খোলা থাকবে।”
—— অনির্বাণ রায়