কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের চিঠি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আদালতের মূল্যবান সময় নষ্টের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি। একইসঙ্গে কুন্তল ঘোষকেও ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, ১৩ এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রয়োজনে অভিষেক বন্দোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, ইডি। শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষন এবং জেলবন্দী কুন্তল ঘোষের চিঠির মধ্যে কোনো সাযুজ্য আছে কিনা, তা সিবিআই-কে নতুন করে এফআইআর রুজু করে তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: কলকাতার পর শিলিগুড়ি, তৃণমূলের বিরাট পরিকল্পনা! মূলে রয়েছেন মহিলারা
শেষমেশ এই মামলায় রক্ষাকবচ পেলেন না অভিষেক। যদিও মামলা চলাকালীন তাঁকে জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানাতেও। সেই চিঠি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, ইডি কিংবা সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যেতে পারে।
আরও পড়ুন: উল্টোডাঙা স্টেশনে কোমরের বেল্ট খুলল এক ব্যক্তি, তাঁকে ধরতেই যা মিলল, গোটা স্টেশন হতবাক
সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অভিষেককে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দেন। পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বিচারপতি সিনহার বেঞ্চে চলে যায়। বিচারপতি অমৃতা সিনহাও জানিয়ে দেন কেন্দ্রীয় সংস্থা চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। পরে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চান অভিষেক। কিন্তু সেখানেও মেলেনি রক্ষাকবচ। গত মঙ্গলবার মামলার শুনানি হয়। এই মামলার শুনানি শেষ হয়েছে। ওই দিন মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই এবং ইডি। সেই মামলাতেই এবার অভিষেকের আর্জি খারিজ তো করলেনই বিচারপতি, একইসঙ্গে জরিমানাও ঘোষণা করেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।