TMC: কলকাতার পর শিলিগুড়ি, তৃণমূলের বিরাট পরিকল্পনা! মূলে রয়েছেন মহিলারা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
TMC: রাজ্যের পাওনা আদায়ের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু সাক্ষাৎ হয়নি।
শিলিগুড়ি: কলকাতার পর এবার শিলিগুড়ি। কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে এবার উত্তরে ধরনায় বসতে চলছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়িতে এই ধরনা দেওয়া হবে। কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে পরপর দু’দিন রেড রোডে ধরনা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কাছ থেকে রাজ্যের পাওনা আদায় করতে রাজ্যজুড়ে স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। একই দাবিতে কলকাতার রাস্তায় ধরনা দিয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। এবার সেই আন্দোলনের আঁচ পৌঁছে যাবে উত্তরের জেলাগুলিতেও। আগামী ২২ ও ২৩ মে ফের ধরনায় বসবেন মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তবে এবার ধরনাস্থল কলকাতা নয়, শিলিগুড়ি।
রাজ্যের পাওনা আদায়ের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু সাক্ষাৎ হয়নি। প্রতিবাদে রাজ্যের ১০০ দিনের প্রকল্প থেকে বঞ্চিতদের স্বাক্ষর সংগ্রহ করে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই কেন্দ্রর উপর চাপ তৈরি করতে রেড রোডে ৩২ ঘণ্টার ধরনা দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়-সহ তৃণমূলের মহিলা নেতৃত্ব। এবার সেই আন্দোলনের আঁচ পৌঁছে যাবে উত্তরেও।
advertisement
advertisement
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এবার শিলিগুড়িতে টানা ৩২ ঘণ্টা ধরনা চলবে। ২২ ও ২৩ মে চলবে ধরনা। সেখানে রাজ্যের মহিলা নেতৃত্বের পাশাপাশি উত্তরের জেলাগুলির মহিলা তৃণমূলের সদস্যরাও থাকবেন। অংশ নেবেন আদিবাসী, রাজবংশী মহিলারাও। এমনই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টচার্য। তিনি জানিয়েছেন, ১০০ দিনের কাজ করেন মহিলারা, তাই বকেয়া চেয়ে পথে নামছে মহিলা তৃণমূল।
advertisement
তৃণমূলের নবজোয়ার যাত্রায় একাধিকবার বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন৷ উত্তরের জেলায় একাধিক সাংসদ রয়েছে বিজেপির৷ তাই এবার কলকাতার পরে শিলিগুড়িকে বেছে নিয়ে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 11:29 AM IST