Egra Blast: এগরা বিস্ফোরণ কাণ্ডে বড় পদক্ষেপ সিপিআইএম-এর! নন্দীগ্রামে যা করল লাল ব্রিগেড...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Egra Blast: মঙ্গলবার সকালে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরা। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের।
নন্দীগ্রাম: এগরা বোমা বিস্ফোরণ ইস্যুতে নন্দীগ্রামে সিপিএমের মিছিল! এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে নন্দীগ্রাম বাজারে মিছিল করল সিপিআইএম! এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হয়েছে।
তারই প্রতিবাদেই বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। নন্দীগ্রাম বাজারে সিপিএমের প্রতিবাদ মিছিল থেকে পুলিশের প্রত্যক্ষ মদতে তৃণমূল নেতার বেআইনি বোমা কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয় বলে অভিযোগ ওঠে। নন্দীগ্রাম বাজারের মিছিল থেকে অবিলম্বে তৃণমূল নেতা ভানু বাগের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সেইসঙ্গে অবিলম্বে নিষ্ক্রিয় পুলিশ আধিকারিকদের অপসারণের দাবি তোলেন সিপিআইএমের কর্মী-সমর্থকরা। যদিও বৃহস্পতিবার সকালেই ওড়িশার হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে ভানু, তাঁর ছেলে ও ভাগ্নেকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরা। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। পরে সেই সংখ্যা আরও বাড়ে। আহত একাধিক। কিন্তু যার কারখানায় এমন মর্মান্তিক ঘটনা তিনি কে? বিজেপির অভিযোগ, যে ব্যক্তির কারখানায় বোমা বিস্ফোরণ হয়েছে তিনি এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। অভিযুক্তের নাম কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ।
advertisement
পুলিশের তরফে জানানো হয়, বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগে এই ভানুকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতে তিনি জামিন পেয়ে যান। এরপর ফের লুকিয়ে এই বাজি কারখানা চালাতে শুরু করেন অভিযুক্ত। যদিও বিজেপির অভিযোগকে অস্বীকার করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গ বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “যদি তিনি তৃণমূলের লোক হতেন, তাহলে বেআইনি বাজি কারখানা চালানোর জন্য কেন রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করল? কিছুদিন আগে পঞ্চায়েতটা কিনে নিয়েছে বিজেপি। সুতরাং আমাদের পঞ্চায়েতও নেই। ওদের বলুন রাজনীতি না করতে। এটা বিজেপি, তৃণমূল বা সিপিএমের ব্যাপার নয়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 9:06 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Egra Blast: এগরা বিস্ফোরণ কাণ্ডে বড় পদক্ষেপ সিপিআইএম-এর! নন্দীগ্রামে যা করল লাল ব্রিগেড...