Bangla News: উল্টোডাঙা স্টেশনে কোমরের বেল্ট খুলল এক ব্যক্তি, তাঁকে ধরতেই যা মিলল, গোটা স্টেশন হতবাক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা সেখানে পৌঁছে যান। আর গোটা দলকে গ্রেফতার করে আড়াই কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়।
কলকাতা: কলকাতা থেকে বিরাট পরিমান সোনা উদ্ধার। গোপন সূত্রে খবর এসেছিল, বড় পরিমানে চোরাই সোনা আসছে কলকাতায়। এরপরই তৎপর হন ডিআরআইয়ের গোয়েন্দারা। জানা যায়, বাংলাদেশ সীমান্ত থেকে চারজন চোরাই সোনা নিয়ে কলকাতায় আসছে। এরপরই মোবাইল ফোন ট্র্যাক করা শুরু হয়। তাতেই তথ্য উঠে আসে, এই সোনার হাতবদল হবে উল্টোডাঙা এলাকায়। তারপর সেখান থেকে সোনা চলে যাবে বড়বাজারে।
এরপরই কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা সেখানে পৌঁছে যান। আর গোটা দলকে গ্রেফতার করে আড়াই কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়। আসলে মোবাইল ফোনের সূত্র ধরে পাচারকারীদের নাম পেয়েছিল অফিসাররা। তখন টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁরা দেখেন, তারা বিধাননগর স্টেশনে পৌঁছেছে।
advertisement
advertisement
সেখানেই নজর রাখছিলেন গোয়েন্দারা। তখনই দেখা যায়, এক ব্যক্তি কোমর থেকে সার্জিক্যাল বেল্ট খুলছেন। তাতেই সন্দেহ বাড়ে গোয়েন্দাদের। তাকে আটক করে বেল্ট পরীক্ষা করা হয়। তখনই বেরিয়ে পড়ে সোনা। ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্য সঙ্গীদেরও দেহ তল্লাশি করলে উদ্ধার হয় আরও চোরাই সোনা।
advertisement
হিসেব বলছে, সব মিলিয়ে ১৬টি সোনার বিস্কুট মিলেছে। যার বাজারদর আড়াই কোটি টাকার বেশি। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় চারজনকে। এই সোনা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে এসেছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। তারপর সেখান থেকে চোরাপথে কলকাতায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতার হওয়া চারজনই নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা। তারা সোনার চোরা–কারবারের সঙ্গে জড়িত। ধৃতদের জেরা করে উঠে আসে, তাদের সঙ্গে বাংলাদেশের চোরাই সোনার কারবারিদের যোগ রয়েছে।
advertisement
প্রসঙ্গত, মাস দুয়েক আগেই কলকাতা স্টেশন থেকে উদ্ধার হয়েছিল দু’কোটি টাকার সোনা। আগে একবার হাওড়া স্টেশন থেকে সোনা উদ্ধার হয়েছিল সোনা। তারপর কলকাতা স্টেশন সংলগ্ন উড়ালপুল থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে জিআরপি। আর তাদের তল্লাশি চালাতেই প্রায় তিন কেজি সোনার বিস্কুট উদ্ধার হয়। তারপরে ওই দু’জনকে গ্রেফতার করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 9:41 AM IST