সেই চুরির ছবি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে। এরপর সেই সাইকেল বিক্রির টাকায় মালদহ হয়ে বিহার চলে যাওয়ার পরিকল্পনা ছিল তিন আবাসিকের। এবিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, “তিন আবাসিক হোম থেকে পালানোর ঘটনায় তদন্তে নেমে মানিকচক থেকে আটক করা হয়েছে তাদের। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। নজরদারিও বাড়ানো হয়েছে।”
advertisement
আরও পড়ুন : আশ্চর্য সংগ্রহ! গ্রামের এই ঘর যেন আস্ত ‘টাইম মেশিন’! বৃদ্ধ কীভাবে পেয়েছেন এত পোস্টকার্ড?
এরপরেই রাতে গঙ্গা পার করে বিহারে পালানোর পরিকল্পনা করেছিল তাঁরা। রাতে ফেরিঘাট বন্ধ থাকার ফলে তাদের যাওয়া সম্ভব হয় নি। তবে, অত রাতে তিনজন নাবালককে দেখে সন্দেহ হয় মানিকচক পুলিশের। এরপরেই আটক করে জিজ্ঞাসাবাদ করতেই প্রকৃত ঘটনা সামনে আসে। তারপর মানিকচক থানার পুলিশ বালুরঘাট থানার সঙ্গে যোগাযোগ করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই তিন নাবালককে তাদের হাতে তুলে দেওয়া হয়। তবে, সরকারি হোমে নিরাপত্তা থাকার পরেও কি করে ওই তিন নাবালক পালাল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি যেভাবে হোম থেকে তিন নাবালক বিহারে চলে যাওয়ার পরিকল্পনা করেছি, তা পুলিশের চেষ্টায় ভেস্তে গিয়েছে। পাশাপাশি কেন তারা বিহারে চলে যাওয়ার পরিকল্পনা করেছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।