প্রজনন ঋতু পেরিয়ে জঙ্গলের দ্বার খুলতেই ডুয়ার্স জুড়ে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। রামসাইয়ের এই ছোট্ট হাতি মেদলা সুন্দরীর খুনসুটি, দুষ্টুমি নজর কাড়ে সকলের। ওয়াচ টাওয়ারে কেউ পৌঁছলেই মেদলা এগিয়ে এসে কখনও সামনে দাঁড়িয়ে পড়ছে, কখনও আবার তাঁদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কখনও কখনও দৌড়ে চলে গিয়ে আবার ফিরে এসে লুকোচুরি খেলে খুদে।
advertisement
মেদলার এই ছোট ছোট খুনসুটি পর্যটকদের হৃদয় ভরিয়ে দিচ্ছে। মোবাইল ও ভিডিও ক্যামেরায় তাঁর প্রতিটি মুহূর্ত বন্দি করছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকেরা বলছেন, ‘এমন দৃশ্য ডুয়ার্স ছাড়া আর কোথাও পাওয়া যায় না’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রকৃতিপ্রেমী ও ভ্রমণকারীদের কাছে রামসাইয়ের এই ওয়াচ টাওয়ার ইতিমধ্যেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষত ছোট্ট মেদলার খেলা, খুনসুটি মন জয় করে নিয়েছে অনেকের। তাই ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনা থাকলে তালিকায় রামছাইয়ের মেদলা ওয়াচ টাওয়ারের নাম রাখতেই পারেন। দূর থেকে দাঁড়িয়ে মেদলার ফুটফুটে চঞ্চলতা দেখতে চাইলে চলে আসতে পারেন এই ঠিকানায়।