দুর্গাপুজোয় ধামাকা অফার! ফ্যামিলি প্যাকে ১৫টি আইটেম দিচ্ছে শহরের নামী রেস্তোরাঁ, মেনু দেখলে জিভে জল আসবে

Last Updated:

Durga Puja Special Restaurant Offer: পুজো স্পেশ্যাল ফ্যামিলি প্যাকে রয়েছে চিকেনের একাধিক আইটেম। বড় সাইজের ২টি লেগ পিস, ২টি থাই পিস, বোনলেস পিস ৪টি, স্যান্ডউইচ ৪ পিস, মশলা ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, সস, দু'টি মেয়নিজ, দু'টি ক্লোড ড্রিংকস, ঠান্ডা পানীয় সহ মোট ১৫টি আইটেম পাওয়া যাবে

+
দুর্গাপুজো

দুর্গাপুজো স্পেশ্যাল ফ্যামিলি প্যাক

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ পুজোয় জমিয়ে ভুরিভোজ হবে না, সেটা কি কখনও হয়? বহু পরিবার পুজোর দিনগুলিতে রান্নাবান্নার পাঠ তুলে রেস্তোরাঁতেই খাওয়াদাওয়া করেন। তবে শুধু পুজোর ৫ দিন নয়, তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে ফ্যামিলি প্যাকেজ অফার।
পুজো শুরুর আগেই বালুরঘাটে সাধ্যের মধ্যে ফ্যামিলি প্যাক শুরু হয়েছে। পাতে পড়বে চিকেনের একাধিক মনমাতানো আইটেম। সেই তালিকায় রয়েছে বড় সাইজের ২টি লেগ পিস, ২টি থাই পিস, বোনলেস পিস ৪টি, স্যান্ডউইচ ৪ পিস, মশলা ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, সস, দু’টি মেয়নিজ, দু’টি ক্লোড ড্রিংকস, ঠান্ডা পানীয় সহ মোট ১৫টি আইটেম। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
advertisement
আরও পড়ুনঃ পান-গুটখার পিক ফেলা অতীত! পুজোর আগে সেজে উঠছে ঐতিহাসিক সেতুর দেওয়াল, দৃশ্যদূষণ রোধে রঙ-তুলি হাতে পড়ুয়ারা
এই বিষয়ে রেস্তোরাঁর কর্ণধার সঙ্গীতা পাল জানান, ‘শহরের নামী-দামী রেস্তোরাঁয় পুজোর দিনগুলিতে ফ্যামিলি সহ ভুরিভোজ করতে গেলে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, সেই অর্থের অর্ধেকের মধ্যেই এই ফ্যামিলি প্যাক পাওয়া যাচ্ছে। বরাবরই ক্রেতাদের কথা মাথায় রেখে খাবারের বিষয়ে একটু ভিন্নধর্মী উদ্যোগ নিতে মন চায়, যাতে সাধারণ মানুষ খুব সহজেই নতুনত্ব খাবারের স্বাদ নিতে পারেন। এমনকি নূন্যতম মূল্যে দাম রাখা হয়। সেই কারণে প্রতিটি খাবারের চাহিদা থাকে ব্যাপক’।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খাদ্যরসিক বাঙালির জীবনের অনেকটা জায়গা দখল করে নিয়েছে রেস্তোরাঁয় এই সকল চাইনিজ খাবারগুলি। এই খবর ছড়িয়ে পড়তেই শহরের এই দোকানের সামনে লম্বা লাইন। খাবারের আইটেমে থাকছে পেল্লাই সাইজের লেগ পিস সহ আরও মনমাতানো নানা খাবার। বড় বড় প্লেট ভর্তি আইটেম যেমন লোভনীয় দেখতে, তেমনই খেতে সুস্বাদু। বালুরঘাট শহরের স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন BFC রেস্তোরাঁয় মিলছে এই ফ্যামিলি প্যাক অফার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দুর্গাপুজোয় ধামাকা অফার! ফ্যামিলি প্যাকে ১৫টি আইটেম দিচ্ছে শহরের নামী রেস্তোরাঁ, মেনু দেখলে জিভে জল আসবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement