শিলিগুড়ির এক দোসা বিক্রেতা রাহুল প্রসাদ। তিনি আজ শহরবাসীকে বিনামূল্যে দোসা খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। বিনামূল্যে দোসা পাওয়া যাবে শিলিগুড়ির এস এফ রোডের রাহুল প্রসাদের দোসা সেন্টারে। এল আই সি বিল্ডিংয়ের বিপরীতেই এই দোকানে আজ বিকেল ৪ টে থেকেই মিলবে ফ্রি দোসা।
আরও পড়ুন: এশিয়ার প্রথম চা বাগান যেখানে সৌরশক্তিতেই হবে সমস্ত কাজ! কমবে খরচ
advertisement
রাহুল প্রসাদ দীর্ঘ ৯ বছর ধরে এস এফ রোডে একটি ভ্যানে করে দোসা বিক্রি করে আসছেন। এর থেকে উপার্জন করে পাওয়া অর্থ দিয়ে চলে তাঁর সংসার। আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস নিয়ে যেমন গোটা দেশের ভক্তরা নিজেদের মত উৎযাপন করছে। ঠিক একই ভাবে মানুষকে খাইয়ে আজকের দিনটি উৎযাপন করতে চান বলে জানান রাহুল।
রাহুলের কথায়, মানুষের সেবার মধ্যেই তাঁর ভক্তি। তিনি হয়তো এই মুহূর্তে সেখানে যেতে পারছেন না। তবে তিনি এতটাই খুশি যে বিনামূল্যেই সবাইকে দোসা খাওয়াবেন।
আরও পড়ুন: শৌর্য পদক পাচ্ছেন রাজ্যের আট পুলিশ আধিকারিক! জানুন বিস্তারিত
রাহুল প্রসাদ জানান, ” ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। এর থেকে আনন্দের বিষয়ে আমার কাছে আর কিছু নেই। সকলেই নানা ভাবে আজকের দিনটি উৎযাপন করবেন। আর আমি এই ভাবে বিনামূল্যে খাইয়ে এই দিনটি উৎযাপন করবেন।”
তাঁর কথায় ৫০০ জনের মত খাওয়ার আয়োজন তিনি করবেন। এদিকে দোসা খেতে এসে তনুময় সাহা বলেন, ” আমি মাঝে মাঝে এই দোকানে দোসা খেতে আসি। আজ বিকেলেও আসব। রামলালার প্রতিষ্ঠা দিবসে এমন উদ্যোগ সত্যি দারুন। “
অনির্বাণ রায়