Purulia News: শৌর্য পদক পাচ্ছেন রাজ্যের আট পুলিশ আধিকারিক! জানুন বিস্তারিত
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Purulia News: জঙ্গি দমনে বিরাট সাফল্য পেল রাজ্য পুলিশ। আর এই সাফল্যের দরুন শৌর্য পদক পাচ্ছেন রাজ্যের ৮ জন পুলিশ আধিকারিক। এই পদক তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়া: জঙ্গি দমনে বিরাট সাফল্য পেল রাজ্য পুলিশ। আর এই সাফল্যের দরুন শৌর্য পদক পাচ্ছেন রাজ্যের ৮ জন পুলিশ আধিকারিক। এই পদক তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে একজন রয়েছেন পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিক সৌম্য চট্টোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আগামী ২৫ জানুয়ারি কলকাতার আলিপুরে ধনধান্যে অডিটোরিয়াম হলে ‘শৌর্য পদক ২০২৩’ শিরোপায় ওই ৮ পুলিশ আধিকারিককে সম্মাননা প্রদান করা হবে।
যে সমস্ত পুলিশ আধিকারিকরা এই শৌর্য পদকে ভূষিত হচ্ছেন তারা হলেন, বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার পরাগ ঘোষ, রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স-র ডিএসপি অভিষেক চক্রবর্তী, পুরুলিয়া মফস্বল থানার আইসি সৌম্য চট্টোপাধ্যায়, বীরভূমের সাব ইন্সপেক্টর সায়ন্তন বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর বৈদুর্য্য ঘোষ, রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের তিন সাব ইন্সপেক্টর বনশোভন ঘোষ, শান্তনু মন্ডল, জাকির হোসেন। এই আধিকারিকরা বর্তমানে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সেই সময় রাজ্যের এসটিএফ-এ কর্মরত ছিলেন।
advertisement
আরও পড়ুন: শেষ মুহূর্তে গুলিয়ে যাচ্ছে সব? রইল মাধ্যমিকে ইতিহাসে দারুণ নম্বর পাওয়ার সহজ উপায়, দেখে নিন
advertisement
একটি জঙ্গি সংগঠনের চার – পাঁচ জনকে গ্রেফতার করে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ থেকে নানান নথিপত্র সহ জঙ্গি সংগঠনের কার্যকলাপ সম্বন্ধে বহু তথ্য হাতে পায় এই এসটিএফ। এই স্পেশাল টাস্ক ফোর্সের অধীনে থাকা ‘এন্টি টেরোরিস্ট স্কোয়াড’ বা এটিএস এই কাজ করে। সেই সময় এটিএসের ওসি ছিলেন বর্তমানে পুরুলিয়া মফস্বল থানার ইন্সপেক্টর সৌম্য চট্টোপাধ্যায়।
advertisement
সেই সময় ওই জঙ্গি সংগঠনের কার্যকলাপ রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ছাড়াও আসাম, উত্তরপ্রদেশ, গুজরাট, উত্তরাখন্ড, মহারাষ্ট্রে চলছিল বলে অভিযোগ। এই খবর রাজ্যের এসটিএফের কাছে আসার পরেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ নেয়। রাজ্যের এসটিএফ অতীতে বিভিন্ন অপরাধমূলক কাজের দ্রুত কিনারা করেছে। বহু অপরাধ দমন করে দেশেরও নজর কেড়েছে। এই সমস্ত অসামান্য কাজের জন্যই রাজ্যের শৌর্য পুরস্কার দেওয়া হচ্ছে তাদের। পুরুলিয়া জেলা পুলিশের সৌম্য চট্টোপাধ্যায়ের এই সাফল্যে খুশি গোটা পুরুলিয়া জেলার মানুষ।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2024 4:32 PM IST