আরও পড়ুন: ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতা-সহ পাঁচ জেলায়! সঙ্গে প্রবল ঝড় এবং বজ্রপাতের আশঙ্কা
এবার ব্যাঙ্কের সহায়তায় জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ রুখে দিল এস বি আই য়ের রানীনগরের এক এ টি এম লুঠের ঘটনা। রানীনগর বিএসএফ ক্যাম্পের প্রধান গেটের সামনে ব্যাংকের এ টি এম লুঠ করার খবর সংশ্লিষ্ট ব্যাংকের মুম্বই অফিস থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয়। সঙ্গে সঙ্গে কোতোয়ালি পুলিশের মোবাইল টীম ঘটনাস্থলে যায়। দুজনকে আটক করেছে পুলিশ।
advertisement
এটিএমে কিছু ক্ষতি করেছে দুষ্কৃতিরা। সংখ্যায় ২ জন ছিল দুষ্কৃতী। চলতি মাসে ভিন রাজ্যের আন্ত রাজ্য এ টি এম লুঠ গ্যাং ময়নাগুড়িতে ২ টি এ টি এম গ্যাস কাটার দিয়ে কেটে ৫৪ লক্ষ টাকা লুঠ করেছিল। সেইসময় অভিযুক্ত ৫ জনের মধ্যে ৪ জন ভিন রাজ্যের দুষ্কৃতীকে পুলিশ গ্ৰেফতার করেছিল। কিছু টাকা, গাড়ি উদ্ধার হয়েছিলএবার সঠিক সময়ে খবর পেয়ে পুলিশ রুখে দিল রানীনগরের এ টি এম লুঠের ঘটনা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায়।
সুরজিৎ দে






