আদিম কালের মত এই চিত্রকলা পাথরের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে।টিবে এর মধ্যে অবশ্যই আধুনিকতার ছোঁয়া রয়েছে। শিলিগুড়ির বাসিন্দা দেবাশীষ কুন্ডু সাধারণত বাঁশের তৈরি জিনিস তৈরি করেই আজকে শহরের বুকে যথেষ্ট উজ্জ্বল একজন শিল্পী। তারই মস্তিষ্ক প্রসূত এই পাথরের গুঁড়ো দিয়ে তৈরি চিত্রকলা। পাথরের গুঁড়ো দিয়ে ছবি বানিয়ে তিনি রীতিমত অবাক করে দিয়েছেন সকলকে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
কী করে এমন জিনিস মাথায় আসলো জিজ্ঞেস করতেই তিনি জানান, “আমাদের শিল্পী মনে সব সময়ই নতুন কিছু করার চিন্তাভাবনা থাকে। সেই নতুন তৈরি করতে গিয়েই এমন চিন্তা মাথায় আসে। আমরা এই জিনিসটার প্রচার এখনো সেভাবে করিনি তবে যারা যারা আমার এই কাজ দেখেছে প্রত্যেকেই এরকম জিনিস কেনার জন্য ভীষণভাবে আগ্রহী।”
দেবাশীষ বাবু জানান, “যে কোনো প্লাইউড বা যেকোন কাঠামোর উপর প্রথমে ছবি আঁকা হয় তারপর আঠা দিয়ে একটা লেয়ার বানানো হয়। তারপর পাথরগুলো গুঁড়ো করে আঠা লাগানো জায়গাগুলোতে লাগিয়ে দিয়ে এমন জিনিস তৈরি করা যায়। এমন জিনিস ভীষণ টেকসই হয়।” ইতিমধ্যে ১০ হাজার টাকা খরচ করে এক হোটেল ব্যবসায়ী তাদের এই চিত্রকলা অর্ডার নিয়েছেন। এছাড়াও বাঁশ দিয়ে তৈরি কাজের উপরেও এমন পাথরের গুঁড়োর কাজ করা হচ্ছে বলে জানান তিনি। আগামীতে নতুন নতুন ক্রিয়েটিভ জিনিস তৈরি করে নিজেকে আরও বড় জায়গায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন দেবাশীষ বাবু।
অনির্বাণ রায়