TRENDING:

East Medinipur News: বিজ্ঞানই ভবিষ্যৎ! পড়ুয়াদের ফের বিজ্ঞানমুখী করতে এগরায় বিশেষ সেমিনার, জাপান থেকে হাজির অধ্যাপক

Last Updated:

East Medinipur News: বিজ্ঞান ছাড়া আধুনিক জীবন কল্পনা করা যায় না, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজে টিকে থাকতে হলে বিজ্ঞান জানা অত্যন্ত জরুরি- এই কথাগুলি সহজ ভাষায় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, মদন মাইতিঃ বর্তমান সময়ে গ্রামাঞ্চলের পড়ুয়াদের বিজ্ঞান বিষয়ের প্রতি আগ্রহ ক্রমশ কমে যাচ্ছে। জেলার কলেজগুলিতে এর প্রমাণ স্পষ্ট। প্রতিবছর ভর্তি প্রক্রিয়া শেষে দেখা যায়, বিজ্ঞান বিভাগের বহু আসন খালি পড়ে রয়েছে। এই পরিস্থিতি উদ্বেগের বলেই মনে করছেন শিক্ষাবিদরা। বিজ্ঞান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত হচ্ছে, তেমনই চাকরির বাজারেও প্রভাব পড়ছে। এই বাস্তবতাকে মাথায় রেখেই গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষার গুরুত্ব বোঝাতে বিশেষ সেমিনারের আয়োজন করা হল। সেখানে ভারতের পাশাপাশি জাপানের বিজ্ঞান বিষয়ের অধ্যাপকও উপস্থিত হন। উদ্দেশ্য একটাই, পড়ুয়াদের বিজ্ঞানের প্রতি আগ্রহ ফেরানো এবং ভবিষ্যতের পথ দেখানো।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার এগরার ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনে এই সেমিনারের আয়োজন করা হয়। উদ্যোক্তা ছিল ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটি। এই সেমিনারে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের খ্যাতনামা বিজ্ঞানীরা। জাপানের টোকিওস্থিত নিহোন ইউনিভার্সিটির বিজ্ঞানের অধ্যাপক ড. জো ওতসুকি ছাত্রছাত্রীদের বিজ্ঞান পড়ার গুরুত্ব বোঝান। তাঁর সঙ্গে বক্তব্য রাখেন মুম্বইয়ের অধ্যাপক ড. সমর রায়চৌধুরী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিত্তরঞ্জন সিনহাও এদিন পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখেন। তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব উদাহরণ ছাত্রছাত্রীদের গভীরভাবে প্রভাবিত করে।

advertisement

আরও পড়ুনঃ বিড়ালের মতো দেখতে হলেও বিড়াল নয়! বেপরোয়া গাড়ির ধাক্কায় বিরলতম প্রাণীর শাবকের মৃত্যু, কালচিনিতে মর্মান্তিক ঘটনা

সেমিনারে পড়ুয়াদের বোঝান হয়, বিজ্ঞান পড়লে মানুষ অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে শেখে, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে চিন্তা করার অভ্যাস গড়ে ওঠে। কেন, কীভাবে- এই প্রশ্ন করার মানসিকতা তৈরি হয়। বিজ্ঞান মানুষকে অনুসন্ধিৎসু করে তোলে। মোবাইল, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, রোবোটিক্স- সব কিছুর মূলেই রয়েছে বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজে টিকে থাকতে হলে বিজ্ঞান জানা অত্যন্ত জরুরি। এই কথাগুলি সহজ ভাষায় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

চাকরির বাজারেও বিজ্ঞান শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, গবেষক, ফার্মাসিস্ট, IT ও টেক সেক্টর, সব ক্ষেত্রেই বিজ্ঞানভিত্তিক শিক্ষার চাহিদা সবচেয়ে বেশি। স্কুল সূত্রে জানা গিয়েছে, সেমিনারে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিক্যাল সায়েন্স- এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যৎ প্রজন্মের কেরিয়ার গঠনে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন অভিজ্ঞ মহল। তাঁদের মতে, এই সেমিনার গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষার প্রতি নতুন করে অনুপ্রাণিত করবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: বিজ্ঞানই ভবিষ্যৎ! পড়ুয়াদের ফের বিজ্ঞানমুখী করতে এগরায় বিশেষ সেমিনার, জাপান থেকে হাজির অধ্যাপক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল