পূর্ব মেদিনীপুর জেলার এগরার ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনে এই সেমিনারের আয়োজন করা হয়। উদ্যোক্তা ছিল ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটি। এই সেমিনারে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের খ্যাতনামা বিজ্ঞানীরা। জাপানের টোকিওস্থিত নিহোন ইউনিভার্সিটির বিজ্ঞানের অধ্যাপক ড. জো ওতসুকি ছাত্রছাত্রীদের বিজ্ঞান পড়ার গুরুত্ব বোঝান। তাঁর সঙ্গে বক্তব্য রাখেন মুম্বইয়ের অধ্যাপক ড. সমর রায়চৌধুরী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিত্তরঞ্জন সিনহাও এদিন পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখেন। তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব উদাহরণ ছাত্রছাত্রীদের গভীরভাবে প্রভাবিত করে।
advertisement
সেমিনারে পড়ুয়াদের বোঝান হয়, বিজ্ঞান পড়লে মানুষ অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে শেখে, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে চিন্তা করার অভ্যাস গড়ে ওঠে। কেন, কীভাবে- এই প্রশ্ন করার মানসিকতা তৈরি হয়। বিজ্ঞান মানুষকে অনুসন্ধিৎসু করে তোলে। মোবাইল, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, রোবোটিক্স- সব কিছুর মূলেই রয়েছে বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজে টিকে থাকতে হলে বিজ্ঞান জানা অত্যন্ত জরুরি। এই কথাগুলি সহজ ভাষায় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাকরির বাজারেও বিজ্ঞান শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, গবেষক, ফার্মাসিস্ট, IT ও টেক সেক্টর, সব ক্ষেত্রেই বিজ্ঞানভিত্তিক শিক্ষার চাহিদা সবচেয়ে বেশি। স্কুল সূত্রে জানা গিয়েছে, সেমিনারে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিক্যাল সায়েন্স- এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যৎ প্রজন্মের কেরিয়ার গঠনে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন অভিজ্ঞ মহল। তাঁদের মতে, এই সেমিনার গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষার প্রতি নতুন করে অনুপ্রাণিত করবে।





