বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের কোর এরিয়াগুলিতে ৯ টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। বৈচিত্রময় বক্সা জঙ্গলে রয়েছে হাতি, বাইসন, হরিণ সহ নানান বন্য প্রাণী। রয়েল বেঙ্গল টাইগার থাকার অনুকুল পরিবেশ তৈরি করা হচ্ছে বক্সার জঙ্গলে। তার আগে বন্য প্রাণীদের তৃষ্ণা মেটাতে উদ্যোগী হয়েছে বন দফতর।জঙ্গলের ভেতরে তৈরি হয়েছে কৃত্রিম জলাশয়। জানা গিয়েছে প্রতিদিন ট্যাঙ্কার নিয়ে গিয়ে সেটা জলে পরিপূর্ণ করে তোলা হচ্ছে। শুধু জল নয়, তার সঙ্গে মেশানো হচ্ছে লবণ।
advertisement
আরও পড়ুন: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! দাঁড়িয়েছিল নাবালিকা, হঠাৎ সব শেষ
বন্যপ্রাণীদের কথা মাথায় রেখে কৃত্রিম জলাশয় তৈরি প্রসঙ্গে রাজাভাতখাওয়ার রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি জানান, গরমে হাঁসফাঁস পরিস্থিতি মানুষের। পশুদেরও একই অবস্থা, কিন্তু ওরা বলতে পারে না। তাই তাদের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই গরমে যাতে বন্যপ্রাণীদের সমস্যা না হয় তার জন্য মেডিকেল টিমও তৈরি করেছে বন দফতর।
অনন্যা দে