চুয়াপাড়া চা বাগান এলাকার বাসিন্দা অর্জুন ওরাও। বয়স ১৮ বছর।এই টুকু বয়েসে দুবার লেপার্ডের সঙ্গে লড়াই হয়েছে তার। দু’বার প্রাণে রক্ষা পেয়েছে। এবারের লড়াইটা ছিল দীর্ঘক্ষণের। চার ঘণ্টা লেপার্ডের সঙ্গে লড়াই করেছে সে। লেপার্ড তাকে আঘাত করেছে বুকে, পিঠে, হাতে। অর্জুনের চিকিৎসা চলছে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
সে জানায়, “গরু চড়াতে গিয়েছিলাম। ফিরছিলাম বাগানের রাস্তা ধরে,কোনও কিছু বুঝতে পারিনি। হটাৎ দেখি লেপার্ড ঝাঁপিয়ে পড়ল। পুরুষ লেপার্ড ছিল, অনেক বড়।” অর্জুনের কথায় জানা যায়, লেপার্ড ঝাঁপ দিয়ে তাকে ফেলে দিয়েছিল। আঘাত করা শুরু করেছে, এমন সময় মল্ল যুদ্ধ সে শুরু করে লেপার্ডের সঙ্গে। শেষমেষ লেপার্ডটি একটু বেসামাল হতে সে লাঠি ধরে হাতে। লেপার্ডটিকে লাঠি দিয়ে দু ঘাঁ বসায়।পালিয়ে যায় লেপার্ডটি।
দু’বছর আগেও লেপার্ডের সামনে পরে অর্জুন। সেসময় প্রাণে বেঁচে যায় সে। চুয়াপাড়া এলাকার অর্জুন এখন হিরোর চেয়ে কম নয়। সকলেই প্রশংসা করছে তার পরাক্রমের।বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা হাসপাতালে এসে তাকে দু’বেলা দেখে যাচ্ছে।
Annanya Dey





