এ বিষয়ে মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু বলেন, “কাজ সুষ্ঠুভাবে করা হচ্ছে। দেশের বিভিন্ন স্টেশনগুলির মত এয়ারপোর্টের আদলে এই স্টেশনও দেখতে সুন্দর হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দ্রুত গতিতে কাজ চলছে। আমরা নিয়মিত তদারকি করছি যেন কোনরকম গাফিলতি না হয়। কাজ সম্পন্ন হওয়ার পরে খুব সুন্দর লাগবে এই স্টেশন।”
advertisement
আরও পড়ুন: অপেক্ষার অবসান, এবার বাজারে বাজারে মিলবে মালদার বিখ্যাত সব আম! কেনার সময় না ঠকতে আগেই দেখে নিন দাম
কাটিহার রেল ডিভিশনের অধীনস্থ এই মালদহ কোর্ট স্টেশন। কাটিহার ডিভিশনের ডি.আর.এম সুরেন্দ্র কুমার জানান, “স্টেশনের প্রবেশদ্বার আরও বড় করা হবে। নিরাপত্তার জন্য ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা শুরু হয়েছে। রাস্তা সংস্কার এবং আলোক বাতি লাগানো হবে। পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য উদ্যান ও তৈরি করা হবে। অন্যান্য সুন্দর রেল স্টেশনের মত এই স্টেশনেও একাধিক সুবিধা থাকবে। আগামীতে প্ল্যাটফর্ম সংখ্যা এবং ট্রেন সংখ্যাও বাড়ানো হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ১০০ বছরের বেশি পুরনো এই স্টেশন থেকে একসময় যাওয়া যেত বিদেশেও। আজও এই স্টেশন থেকে ভিন দেশে রফতানির উদ্দেশ্যে ছাড়ে মালগাড়ি। মালদহ কোর্ট স্টেশন হয়ে সিংহাবাদ স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় একাধিক মালগাড়ি। স্থানীয়দের মতে এক সময় সেই এলাকাতেই ছিল আদালত তথা কোর্ট। তাই এই স্টেশনের নাম হয়েছে মালদহ কোর্ট স্টেশন।
জিএম মোমিন