Mango Price: অপেক্ষার অবসান, এবার বাজারে বাজারে মিলবে মালদার বিখ্যাত সব আম! কেনার সময় না ঠকতে আগেই দেখে নিন দাম

Last Updated:

মালদার বিভিন্ন প্রজাতির আম এবার মিলবে বাজারে বাজারে

+
মালদহ

মালদহ জেলা জুড়ে ভাঙা হচ্ছে আম

মালদা: বাজারে আসছে এবারে মালদহের বিখ্যাত আম। রাজ্য ও ভিন রাজ্যের একাধিক বাজারে পাওয়া যাবে মালদহের হিমসাগর, লক্ষণ ভোগ, গোপাল ভোগ, ল্যাংড়া সহ মালদহের একাধিক প্রজাতির সুস্বাদু মিষ্টি আম। ইতিমধ্যেই আম ভাঙা শুরু হয়েছে জেলা জুড়ে। জেলার বিভিন্ন আম বাগানে ভাঙা হচ্ছে আম। ভিন রাজ্যে পাঠান‌ও শুরু করেছেন আম চাষিরা। রফতানি করা হবে বিদেশেও। জেলার প্রায় অধিকাংশ শ্রমিকরা আমের মরসুমে আম ভাঙা এবং প্যাকেটিংয়ের কাজ করেন। তাই জেলাতেই কাজ করে রোজগার হয়ে যায় তাদের।
আম চাষি হুমায়ুন কবির বলেন, “আবহাওয়ার পরিবর্তনের ফলে খুব কম পরিমাণে ফলন হয়েছে আমের। আবার বাজারেও আগের বছরে তুলনায় অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে আম। বাজারে দাম না পাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। বর্তমানে ল্যাংড়া, হিমসাগর, লক্ষণ ভোগ সহ একাধিক প্রজাতির আম ভাঙা হচ্ছে। খুচর বাজারে ৩০ থেকে ৪০ টাকা কিলো দরে পাওয়া যাবে আম। ভিন রাজ্যে রফতানির ক্ষেত্রে ১৫০০-২০০০ টাকা কুইন্টাল। যা গত বছরের তুলনায় অনেক কম।”
advertisement
advertisement
জেলা উদ্যানপালন আধিকারিক সামন্ত লায়েক বলেন, “এ বছর আমের ফলন প্রায় ৩.৫০ লাখ মেট্রিক টন হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার অধিকাংশ আম জি.আই তকমা প্রাপ্ত। তাই মালদহ জেলার আমির চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে। বর্তমানে একটু কাঁচা ও শক্ত অবস্থায় আমগুলো ভেঙে ভিন রাজ্যে রফতানি করা হচ্ছে। কিছুদিন পর আবার বিদেশেও রফতানি করা হবে মালদহের আম। প্রতিবছরই দেশ-বিদেশে রফতানি হয়ে থাকে মালদহ জেলার আম।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলার ১৫ টি ব্লকের প্রায় ৩১ হাজার ৮১২ হেক্টর এলাকা জুড়ে হয় আম চাষ। একাধিক প্রজাতির সুস্বাদু আমের জন্য বিখ্যাত মালদহ জেলা। মালদহের আমের চাহিদা রয়েছে দেশ-বিদেশেও।
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mango Price: অপেক্ষার অবসান, এবার বাজারে বাজারে মিলবে মালদার বিখ্যাত সব আম! কেনার সময় না ঠকতে আগেই দেখে নিন দাম
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement