আরও পড়ুনঃ পেটে কিলবিল করবে কৃর্মি, হবে বমি-ডায়রিয়া…! বর্ষায় এই ৪ সবজিতে লুকিয়ে থাকে ‘মৃত্যুর বীজ’
সম্প্রতি স্টেশনের নতুন নকশা প্রকাশ্যে আনে রেল কর্তৃপক্ষ। থাকবে রাজপ্রাসাদের মতো বিল্ডিং, আর প্রবেশদ্বার তৈরি হবে ঠিক রাজবাড়ির সিংহদুয়ারের আদলে। অন্যদিকে, অঙ্কনের মধ্য দিয়ে ফুটে উঠবে উত্তরবঙ্গের রাভা-মেচ জনজাতিদের সংস্কৃতি সংক্রান্ত বার্তা। সাংসদ ডাঃ জয়ন্ত রায় জানান, “আমরা চাইছি স্থানীয় সংস্কৃতির পরিচয় উঠে আসুক রেল পরিকাঠামোয়।” এদিকে ধূপগুড়ি রেল স্টেশন গড়ে উঠছে জল্পেশ শিবমন্দিরের আদলে। শৈব তীর্থের মতোই নির্মাণশৈলী, গম্বুজ ও খিলান—সবেতেই থাকবে মন্দিরের ছোঁয়া। রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করে নকশা সংক্রান্ত বেশ কিছু বিষয়ের উপর মত বিনিময়ও করেন সাংসদ।
advertisement
দুই স্টেশনেই চলছে ‘অমৃত ভারত প্রকল্প’-এর কাজ। যদিও ধূপগুড়ি স্টেশনে কিছু টেকনিক্যাল কারণে কাজের গতি খানিক ধীর, তবে রেলের তরফে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাংসদ জানান, নিউ মাল, ধূপগুড়ি এবং জলপাইগুড়ি রোড—এই তিন স্টেশনে প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশা। এই উদ্যোগ শুধু পরিকাঠামো নয়, তুলে ধরবে উত্তরবঙ্গের গর্ব, ইতিহাস আর বিশ্বাসের প্রতীকগুলোকেও।
সুরজিৎ দে