TRENDING:

Amrit Bharat Station: জলপাইগুড়ি রোড ও ধূপগুড়ি স্টেশন পাচ্ছে নতুন রূপ, ফুটে উঠবে উত্তরবঙ্গের সংস্কৃতি

Last Updated:

Amrit Bharat Station: কোথাও সিংহদুয়ার, কোথাও মন্দির কিংবা কোথাও রয়েছে রাভা-মেচ জনজাতির ছোঁয়া! জলপাইগুড়ি রোড এবং ধূপগুড়ির স্টেশন সাজছে এমনই নতুন গল্পের মোড়কে। উত্তরবঙ্গের বৈশিষ্ট্যকে ছড়িয়ে দিতেই রেলের অভিনব উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: কোথাও সিংহদুয়ার, কোথাও মন্দির কিংবা কোথাও রয়েছে রাভা-মেচ জনজাতির ছোঁয়া! জলপাইগুড়ি রোড এবং ধূপগুড়ির স্টেশন সাজছে এমনই নতুন গল্পের মোড়কে। উত্তরবঙ্গের বৈশিষ্ট্যকে ছড়িয়ে দিতেই রেলের অভিনব উদ্যোগ। রেলের পরিকাঠামোয় ধরা পড়ছে উত্তরবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ। একদিকে রাজকীয় ইতিহাস, অন্যদিকে আধ্যাত্মিক পরম্পরা—দুয়ের সংমিশ্রণে নতুন রূপ পাচ্ছে জলপাইগুড়ির দুই গুরুত্বপূর্ণ রেল স্টেশন। শতাব্দী প্রাচীন বৈকুন্ঠপুর রাজবাড়ির আদলেই নির্মাণ হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন।
advertisement

আরও পড়ুনঃ পেটে কিলবিল করবে কৃর্মি, হবে বমি-ডায়রিয়া…! বর্ষায় এই ৪ সবজিতে লুকিয়ে থাকে ‘মৃত্যুর বীজ’

সম্প্রতি স্টেশনের নতুন নকশা প্রকাশ্যে আনে রেল কর্তৃপক্ষ। থাকবে রাজপ্রাসাদের মতো বিল্ডিং, আর প্রবেশদ্বার তৈরি হবে ঠিক রাজবাড়ির সিংহদুয়ারের আদলে। অন্যদিকে, অঙ্কনের মধ্য দিয়ে ফুটে উঠবে উত্তরবঙ্গের রাভা-মেচ জনজাতিদের সংস্কৃতি সংক্রান্ত বার্তা। সাংসদ ডাঃ জয়ন্ত রায় জানান, “আমরা চাইছি স্থানীয় সংস্কৃতির পরিচয় উঠে আসুক রেল পরিকাঠামোয়।” এদিকে ধূপগুড়ি রেল স্টেশন গড়ে উঠছে জল্পেশ শিবমন্দিরের আদলে। শৈব তীর্থের মতোই নির্মাণশৈলী, গম্বুজ ও খিলান—সবেতেই থাকবে মন্দিরের ছোঁয়া। রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করে নকশা সংক্রান্ত বেশ কিছু বিষয়ের উপর মত বিনিময়ও করেন সাংসদ।

advertisement

View More

দুই স্টেশনেই চলছে ‘অমৃত ভারত প্রকল্প’-এর কাজ। যদিও ধূপগুড়ি স্টেশনে কিছু টেকনিক্যাল কারণে কাজের গতি খানিক ধীর, তবে রেলের তরফে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাংসদ জানান, নিউ মাল, ধূপগুড়ি এবং জলপাইগুড়ি রোড—এই তিন স্টেশনে প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশা। এই উদ্যোগ শুধু পরিকাঠামো নয়, তুলে ধরবে উত্তরবঙ্গের গর্ব, ইতিহাস আর বিশ্বাসের প্রতীকগুলোকেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Amrit Bharat Station: জলপাইগুড়ি রোড ও ধূপগুড়ি স্টেশন পাচ্ছে নতুন রূপ, ফুটে উঠবে উত্তরবঙ্গের সংস্কৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল