জঙ্গল সংলগ্ন এলাকায় নিকাশি নালাগুলি শুকিয়েছে কড়া রোদের কারণে। প্রচন্ড দাবদাহ চলাকালীন পাখিদের তৃষ্ণা মেটাতে উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির একদল যুবক। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল এলাকায় মাটির হাঁড়ি থেকে শুরু করে প্লাস্টিকের বড় কৌটায় জল দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিচ্ছেন তারা।
আরও পড়ুন: দেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার মাঝেই এবার চলন্ত ট্রেনের সামনে ২০-২৫টি বাইসনের দৌড়-ঝাঁপ! তারপর যা ঘটল…
advertisement
উদয় শংকর দেবনাথ নামের এক যুবক জানিয়েছেন, “প্রতি বছর পাখিদের তৃষ্ণা নিবারণের জন্য এই উদ্যোগ নিয়ে থাকি। এবারও এলাকার আরও যুবকদের নিয়ে ছিপড়া জঙ্গলের বিভিন্ন প্রান্তে প্লাস্টিকের বড় কৌটা থেকে শুরু করে মাটির হাঁড়ি গাছের ডালে ঝুলিয়ে দেওয়ার কাজ শুরু করেছি।” জানা গিয়েছে আগামী সাত দিন ধরে তারা এভাবেই জঙ্গলের বিভিন্ন এলাকায় পাখিদের তৃষ্ণা মেটানোর জন্য জলের ব্যবস্থা করবেন। এই যুবকরা দেখভাল করবেন এই জলের পাত্রগুলির। কোনটির জল শেষ হলে সেই পাত্রে জল ভরে দেওয়ার কাজ করবেন এই যুবকদের দল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার দেবাশীষ মন্ডল থেকে শুরু করে বনকর্মীরা যুবকদের এই উদ্যোগে খুশি। কামাখ্যাগুড়ির এই যুবকের দল জনসাধারণের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের পান করার জন্য ছোট হাড়িতে জল রাখার ব্যবস্থা করা হয়।
Annanya Dey