Indian Railways: দেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার মাঝেই এবার চলন্ত ট্রেনের সামনে ২০-২৫টি বাইসনের দৌড়-ঝাঁপ! তারপর যা ঘটল...
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Indian Railways: প্যাসেঞ্জার ট্রেনের সামনে আচমকা ২০ থেকে ২৫টি বাইসনের পাল জঙ্গল থেকে বেরিয়ে ট্রেনের লাইন পারপার করতে থাকে।
আলিপুরদুয়ার: এবারে একটি বুনো হাতি অথবা হাতির দল নয়। এবারে ট্রেনের সামনে আচমকা চলে এল বাইসনের পাল। ট্রেন চালক অর্থাৎ লোকো পাইলটের তৎপরতায় বাঁচল তাদের প্রাণ, সুরক্ষিত ট্রেনের যাত্রীরাও। ঘটনাটি ঘটেছে হাসিমারা ও মাদারিহাট স্টেশনের মাঝের ঘটনা।
রেল সূত্রে খবর, ট্রেনটি হাসিমারা থেকে মাদারিহাট যাওয়ার পথে আচমকা ২০ থেকে ২৫টি বাইসনের পাল জঙ্গল থেকে বেরিয়ে ট্রেনের লাইন পারপার করতে থাকে।এরপর বিষয়টি নজরে আসতেই ট্রেন চালক এস. সিং এবং তার সহযোগী এস. রেজা তৎক্ষণাৎ ট্রেনের জরুরি ব্রেক কষায় প্রাণে বাঁচে বাইসনের পালটি। ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা যায়।
advertisement
advertisement
এই ঘটনার পর ট্রেনটি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে সেখানে। ঘটনার খবর দেওয়া হয় আলিপুরদুয়ার ডিভিশন কার্যালয়ে। বাইসনের পালটি চলে যাওয়ার পর পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। রেলের এই রুটে বিকেল হলেই প্রায় দিন হাতির দেখা মেলে। তবে বাইসন প্রায় দেখা যায় না বলে জানা যায়। রেল চালকরা বাইসনের ছবি মোবাইল ক্যামেরায় বন্দী করেন। দেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার মাঝে ট্রেনের সামনে বাইসন! বিষয়টি শুনতেই অনেকের মধ্যে আতঙ্ক দানা বাঁধলেও এক্ষেত্রে চালকের তৎপরতা যেমন বাইসনদের প্রাণ বাঁচিয়েছে, ঠিক তেমনই যাত্রীদেরও সুরক্ষিত রেখেছে। কেন এসবের কারণে ঘটেই যেতে পারত ফের কোন দুর্ঘটনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসিমারা, মাদারিহাট এই রুটে রয়েছে জলদাপাড়া জঙ্গল। ট্রেন এই রুটে ধীর গতিতে চলে। বন্যপ্রাণ সুরক্ষার দায়িত্ব নিয়েছে রেল দফতর। এই রুট এলেই সতর্ক হয়ে যান চালকরা। বিকেলের সময় তোর্ষা নদীতে জল পান করে বন্যপ্রানীরা জঙ্গলে প্রবেশ করে বলে জানা যায়।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 1:51 PM IST