Corn Cultivation: লাভের আশায় করেছিলেন ভুট্টা চাষ! ফসল উঠতেই যা দেখলেন চাষিরা, রীতিমত মাথায় হাত
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Corn Cultivation: ভুট্টা চাষে লাভের মুখ দেখতে গিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। ফসল উঠতেই রীতিমত মাথায় হাত পড়েছে তাদের। এখন কি করবেন খুঁজে পাচ্ছেন না।
আলিপুরদুয়ার: ভুট্টা চাষে লোকসানের মুখ দেখলেন বিপাকে নরসিংপুর এলাকার কৃষকরা। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে অধিকাংশ ভুট্টা মাঠে নষ্ট হয়েছে। যা বেঁচেছে তা বাজারে বিক্রি করে লাভ মিলছে না বলে দাবি।
আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনীরামপুর এক নং অঞ্চলের নরসিংপুর এলাকার ভুট্টা চাষিরা এই মরসুমে চাষে লাভের মুখ দেখতে না পেয়ে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও বাজারমূল্য কমে যাওয়ায় কৃষকেরা আর্থিক সঙ্কটে পড়েছেন বলে জানান তারা। পাশাপাশি রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। কখনও কড়া রোদ আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। যার ফলে ভুট্টা গাছ নষ্ট হয়েছে জমিতেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
স্থানীয় কৃষক বাবলু মিয়া জানান, “ভুট্টা চাষে প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োজন হয়। বর্তমানে সারের দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় আমাদের মত সাধারণ কৃষকের পক্ষে তা বহন করা কঠিন হয়ে পড়েছে। দিনমজুরের হাজিরাও অনেক বেড়ে গেছে। সব মিলিয়ে খরচে লাভ তো দূরের কথা, মূলধনটাই ওঠেনি।” কৃষকদের পক্ষ থেকে আরও জানা যায়, বর্তমানে বাজারে ভুট্টার দাম কমে গিয়েছে। তাতে লাভের কোন আশা নেই। অথচ কয়েক মাস ধরে ভুট্টা চাষের পেছনে তারা কম কষ্ট করেননি।
advertisement
উল্লেখ্য, ফালাকাটা ব্লকের এই অঞ্চলটি মূলত ভুট্টা চাষের জন্য পরিচিত হলেও, এবারে ভুট্টা চাষ মুখ থুবড়ে পড়েছে। বিকল্প চাষের কথা ভাবছেন কৃষকরা।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 5:22 PM IST