রাজ্য সরকারের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার চা বলয়ের দুর্গম এলাকাগুলিতে ‘শিশু সাথী’ প্রকল্পের আওতায় চালু হয়েছে পাঁচটি নতুন স্কুল বাস পরিষেবা। যা দীর্ঘদিনের শিক্ষাগত সমস্যার সমাধানে আশার আলো দেখাল। আলিপুরদুয়ার জেলার দুর্গম এলাকার পড়ুয়াদের স্কুলে যাতায়াতের সমস্যা নতুন নয়। পরিবহণের অভাবে বহু শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতে পারত না। এই পরিস্থিতিতে বারবার আন্দোলন হয়েছে, প্রশাসনের কাছে লিখিত দাবিও জানিয়েছিলেন পড়ুয়া ও অভিভাবকরা।
advertisement
অবশেষে আলিপুরদুয়ার জেলার ঢেকলাপাড়া চা বাগান, লঙ্কাপাড়া চা বাগান, মুজনাই চা বাগান, সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান এবং টোটোপাড়া এলাকা এই পাঁচটি গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে স্কুল বাস পরিষেবা শুরু হয়েছে। এই বাসগুলিতে চা শ্রমিক পরিবারের ছেলে-মেয়েরা এখন নিরাপদ ও নিয়মিতভাবে স্কুলে যাতায়াত করতে পারবে বলে জানা যায়। স্কুল বাস পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া চা বাগান এলাকায়। পড়ুয়াদের মুখে স্বস্তির হাসি, অভিভাবকদের চোখে আশ্বাস। শিক্ষার পথে আর বাধা থাকবে না বলেই মনে করছেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া এলাকা যেতে ৭টি নদী পাড় করতে হয়। তেমনই সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় যেতে বাসরা নদী সহ কয়েকটি নদী পাড় হতে হয়। বর্ষাকালে সমস্যার সম্মুখীন হয় এই এলাকার পড়ুয়ারা। নদী ভরে উঠলে কোনও ছোট গাড়ি যাতায়াত করে না। নদী পারাপার করে একটি বড় গাড়ি পেলে তারা স্কুল যেতে পারে বলে জানিয়েছিল প্রশাসনের কাছে পড়ুয়ারা। তাঁদের এই দাবি বাস্তবায়িত হল। পেমা লামা নামের এক ব্যক্তি জানান, “কী যে সুবিধা হল পড়ুয়াদের তা বলে বোঝানো সম্ভব নয়। আমরা রাজ্য সরকারের কাছে চির কৃতজ্ঞ।”





