North 24 Parganas News: মুম্বইয়ে দাদুর হাত ভেঙে সব শেষ! বনগাঁ সীমান্তে দুই নাতনিকে নিয়ে অথৈ জলে বৃদ্ধ দম্পতি, ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা

Last Updated:

North 24 Parganas News: দুই নাতনিকে নিয়ে বেশ চলছিল ঘর। কিন্তু দুর্ঘটনার পর আজ যেন দিশেহারা সীমান্ত পাড়ের দাদু ঠাকুমা!

+
অসহায়

অসহায় পরিবার

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দু’ই নাতনিকে নিয়েই আজ যেন দিশেহারা সীমান্ত পাড়ের এই ঠাকুরদা-ঠাকুমা। সংসারের একমাত্র উপার্জনকারী সদস্য মুম্বাইয়ে শারীরিক সমস্যায় আটকে পড়ায় কার্যত বন্ধ হয়ে যাওয়ার মুখে দুই শিশুর পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাপন, এমনকী খাওয়া-দাওয়াও। প্রতিবেশীদের সহানুভূতি আর সামান্য সাহায্যেই কোনওরকমে দিন কাটছে পরিবারটির। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী প্রিয়া সরকার এবং একই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বৃষ্টি সরকার।
এই দুই বোনের চোখে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন আছে। বড় হয়ে পুলিশ হওয়ার ইচ্ছে তাদের। কিন্তু সেই স্বপ্ন আজ কঠিন বাস্তবের মুখে পড়ে ক্রমশ ফিকে হয়ে আসছে। পরিবার সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে বনগাঁ-পেট্রাপোল সীমান্ত এলাকায় লরি দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের বাবা বিশ্বজিৎ সরকারের। তিনি ওই এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। স্বামীর মৃত্যুর দু’বছর পর দুই মেয়েকে ছেড়ে অন্যত্র চলে যান তাদের মা। সেই থেকেই নাতনিদের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে জীবনযুদ্ধ শুরু করেন ঠাকুমা নমিতা সরকার (৫৭) ও ঠাকুরদা মনীন্দ্রনাথ সরকার (৬৫)। মনীন্দ্রনাথবাবু লরির খালাসির কাজ করে কোনওরকমে সংসার চালাতেন।
advertisement
advertisement
কিন্তু সম্প্রতি কাজের সূত্রে মুম্বাই গিয়ে দুর্ঘটনায় হাত ভেঙে যায় তাঁর। চিকিৎসাধীন অবস্থায় কাজ বন্ধ থাকায় বর্তমানে পরিবারের কাছে কোনও আয়ের পথ নেই। ফলে চরম অভাবের মধ্যে পড়েছে পরিবারটি। খাওয়া-দাওয়া থেকে শুরু করে পড়াশোনার খরচ- সবকিছুই এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। প্রতিবেশীদের সাহায্যে কোনওরকমে স্কুলে গেলেও ভবিষ্যৎ কীভাবে চলবে, তা বুঝে উঠতে পারছেন না ঠাকুরদা-ঠাকুমা কেউই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বৃদ্ধ ঠাকুমা নমিতা সরকার জানান, নাতনিদের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। ওদের পড়াশোনা আর পেটের দায়িত্ব কীভাবে সামলাব, বুঝতে পারছি না। স্থানীয় বাসিন্দারা আপাতত পরিবারটির পাশে থাকার আশ্বাস দিলেও দীর্ঘমেয়াদে কোনও স্থায়ী সহায়তা না পেলে দুই শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেই আশঙ্কা। প্রশাসন বা সমাজের সহৃদয় মানুষের সাহায্যের দিকেই এখন তাকিয়ে বনগাঁর এই অসহায় পরিবার। তবে দাদু ঠাকুমার নাতনিদের নিয়ে এমন কঠিন লড়াই যেন সমাজের বাস্তব রূপকেই ফুটিয়ে তুলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মুম্বইয়ে দাদুর হাত ভেঙে সব শেষ! বনগাঁ সীমান্তে দুই নাতনিকে নিয়ে অথৈ জলে বৃদ্ধ দম্পতি, ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা ! কলকাতায় ১০ ডিগ্রিতে নামল পারদ, আগামী দিনে কতটা নামবে তাপমাত্রা?
হাড়কাঁপানো ঠান্ডা ! কলকাতায় ১০ ডিগ্রিতে নামল পারদ, আগামী দিনে কতটা নামবে তাপমাত্রা?
  • হাড়কাঁপানো ঠান্ডা !

  • কলকাতায় ১০ ডিগ্রিতে নামল পারদ

  • নতুন করে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ

VIEW MORE
advertisement
advertisement